বঙ্গবাজারের আগুন ছড়াচ্ছে পাশের বাজারেও
৪ এপ্রিল ২০২৩ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুন। ভোর ছয়টা নাগাদ আগুন লাগার খবর প্রথম জানা যায় বলে দমকলের তরফে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানানো হয়েছে। বঙ্গবাজারের পাশেই দমকলের সদর দপ্তর। ফলে দুই মিনিটের মধ্যেই ঘটনাস্থলে দমকলের প্রথম ইঞ্জিনটি পৌঁছে যায় বলে কর্তৃপক্ষ দাবি করেছেন। পরে সেখানে ৫০টি ইঞ্জিন পাঠানো হয়। সকাল নয়টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আশপাশের বাজারগুলিতেও আগুন ছড়িয়ে পড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশের মহানগর, আদর্শ ও গুলিস্তান বাজারেও আগুন ছড়িয়ে পড়েছে।
দমকল এবং পুলিশ এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর জানায়নি। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো পর্যন্ত জানা যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন বহু ব্যবসায়ী। ঈদের আগে তাদের বিপুল ক্ষতি হলো বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারা। দমকলের কর্মীরা জানিয়েছেন, বহু দোকান ইতিমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। ইসলামিয়া মার্কেটের দোকানীরা জিনিসপত্র বাইরে বার করতে শুরু করেছেন। বঙ্গবাজারের সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে বিপুল পরিমাণ স্টক করেছিলেন তারা। সব পুড়ে ছাঁই হয়ে গেছে।
এসজি/জিএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)