বঙ্গবন্ধুর জন্মদিনে সঠিক ইতিহাস চর্চার কথা বললেন হাসিনা
১৭ মার্চ ২০১১এদিকে, ভিন্ন এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত জন এফ মরিয়ার্টি বলেছেন,নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস তাঁর কাজের জন্য সারা বিশ্বে সম্মানিত৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ সারকারের সঙ্গে ইউনুসের একটি সম্মানজনক সমঝোতা৷
বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হচ্ছে জাতীয় পর্যায়ে৷ এই দিনটি জাতীয় শিশু দিবস ও সরকারি ছুটি৷ আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব শ্রেনীর মানুষ৷ ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঢল নামে মানুষের৷ এইদিনে শিশু কিশোর সমাবেশে প্রথানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি ট্রাস্ট গঠন করে গরীব ছেলে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করা হবে৷আর তাদের জানানো হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস৷
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যে যতই সমালোচনা হোকনা কেন তাঁদের সরকারের মেয়াদকালের মধ্যেই যুদ্ধাপরাধের বিচার শেষ হবে৷
এদিকে ঢাকায় এক শিক্ষা মেলায় মার্কিন রাষ্ট্রদূত জন এফ মরিয়ার্টি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তাঁর কাজের জন্য সারা বিশ্বে সম্মানিত৷ তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে৷ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে৷ তাই স্বাভাবিক কারণেই মার্কিন সরকার ড. ইউনূসের জন্য উদ্বিগ্ন৷ তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ড. ইউনূসের একটি সম্মানজনক সমঝোতা আশা করেন তাঁরা৷
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়