বাংলাদেশ-ভারত সম্পর্ক
২৯ জানুয়ারি ২০১৩বাংলাদেশের কারাগারে ১৯১ জন ভারতীয় আটক আছেন৷ আর ভারতের কারাগারে আটক আছেন ২০০০ বাংলাদেশি৷ সোমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া ‘বহিঃসমর্পন চুক্তির' কারণে দুই দেশের কারাগারে আটক অপরাধীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে৷ জানালেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. আকমল হোসেন৷
বাংলাদেশের সররাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর জানিয়েছেন, এই চুক্তির আওতায় রাজনৈতিক মামলার আসামিদের বিনিময় করা যাবে না৷ বাংলাদেশের কারাগারে ১৬ বছর ধরে আটক উলফা নেতা অনুপ চেটিয়ার রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আদেন এখনও উচ্চ আদালতে বিবেচনাধীন আছে৷ তাই তাকে এই চুক্তির আওতায় হস্তান্তর করা যাচ্ছেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে বলেন, বঙ্গবন্ধুর দুই খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ এবং রিসালদার মোসলেহউদ্দিনকে ফেরত দেবে ভারত৷
এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান জানান, ভারত চাইলে চুক্তি ছাড়াই বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিতে পারতো৷ তিনি মনে করেন, ভারতের কারাগারে যেসব বাংলাদেশি আটক আছে তারা অপরাধী৷ কিন্তু বাংলাদেশের কারাগারে আটকদের একটি বড় অংশ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী৷ তাই বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি ভেবে দেখার আছে৷
অধ্যাপক আকমল অবশ্য তেমনটা মনে করেন না৷ তিনি বলেন, একে রাজনৈতিকভাবে দেখার কোনো সুযোগ নেই৷
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে ভারতে ভিসা সহজীকরণ চুক্তিও সই হয়৷