বঙ্গবন্ধু হত্যা
১৫ আগস্ট ২০১২তারা ক্যানাডা, লিবিয়া এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন৷
সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ড পাওয়া মোট ১২ জনের মধ্যে পাঁচ জনের ফাঁসির আদেশ কার্যকর হয় ২০১০ সালের ২৮শে জানুয়ারি৷ কিন্তু এখনও ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ছয় জন আসামি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন৷ আর একজন দেশের বাইরে মারা গেছেন৷ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, তাদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে৷ তারা চেষ্টা করছেন যাতে তাদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা যায়৷
আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ডয়চে ভেলেকে জানান, সরকার সাধ্যমত চেষ্টা করছে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে৷
বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে যারা বিভিন্ন দেশে পালিয়ে আছেন, তারা হলেন লে. কর্ণেল (অব.) নূর চৌধুরী, লে. কর্ণেল (অব.) শরিফুল হক ডালিম, লে. কর্ণেল (অব.) খন্দকার আব্দুর রশিদ, লে. কর্ণেল (অব.) এম এ রাশেদ চৌধুরী, ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ এবং রিসালদার মোসলেহ উদ্দিন৷ বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক ডয়চে ভেলেকে জানান, সরকার এদের ফিরিয়ে আনার চেষ্টা করছে সত্য, তবে কিছু আইনগত বাধা আছে৷ সেইসব বাধা কাটাতে হবে৷
জানা গেছে, এদের মধ্যে নূর চৌধুরি ক্যানাডা, ডালিম লিবিয়া এবং মাজেদ ও মোসলেহ উদ্দিনকে সর্বশেষ ভারতে দেখা গেছে৷ আর আজিজ পাশা পলাতক অবস্থায় ২০০২ সালে জিম্বাবুয়েতে মারা গেছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ