বইমেলায় মুক্তিযুদ্ধের বই
১৬ ফেব্রুয়ারি ২০০৯অবশ্য এসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে এসেছে কী না এ নিয়ে প্রশ্ন রয়েই গেছে৷
দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ৷ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কেরও অবসান হয়নি৷ প্রকাশকরা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে পারে এসব বই৷
বইমেলায় বেশ কয়েকটি স্বনামধন্য প্রকাশকের পাশাপাশি সাধারণ প্রকাশনীও মুক্তিযুদ্ধ বিষয়ক বই মেলায় এনেছে৷ জেলা ভিত্তিক মুক্তিযুদ্ধের বইও আছে মেলায়৷ আছে মুক্তিযুদ্ধের ব্যক্তিগত অভিজ্ঞতার বই৷
পাঠকরা মনে করেন মুক্তিযুদ্ধের বই বেশী বেশী প্রকাশ হওয়া শুভ লক্ষণ৷ কেউ কেউ নিজের মত করে ইতিহাস লেখার চেষ্টা করলেও সমস্যা নেই৷ কারণ এর মধ্য দিয়েই বেরিয়ে আসবে প্রকৃত ইতিহাস৷
মেলায় আসা প্রবীণ আইনজ্ঞ এম জহির মনে করেন নবীন প্রজন্মকে বেশী করে মুক্তিযুদ্ধের বই পড়তে হবে৷ আর লেখকদের লিখতে হবে নিরপেক্ষ অবস্থান থেকে৷
এবারের মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক একটি ব্যতিক্রমী পুস্তিকা এনেছে প্রতীতি প্রকাশনী৷ ড. মুহম্মদ জাফর ইকবালের এই পুস্তিকাটি ইতিহাস চর্চার সিঁড়ি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা৷
ডয়চে ভেলের ষ্টল
বইমেলায় ডয়চে ভেলের ষ্টলে ভীড় লেগেই আছে৷ স্যুভেনীর, টি শার্ট, ক্যাপ, আর কোট পিনসহ বাহারী সব উপকরণ ডয়চে ভেলে'র ষ্টলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে কয়েকগুন৷