বই উৎসবে নববর্ষ বরণ
শীতের সকালের মিষ্টি রোদে হাতে হাতে নতুন বই, চোখে মুখে খুশির ছটা; নতুন বছরের প্রথম দিন বাংলাদেশে স্কুল স্কুলে শিশুরা মেতে উঠে নতুন বইয়ের উৎসবে।
প্রথম দিন নতুন বই
বছরের প্রথম দিন বুধবার প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন পাঠ্যবই।
নতুন স্বপ্ন
নতুন বই যেন নতুন এক স্বপ্নের পথে যাত্রা৷ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে নতুন বই হাতে শিশুরা৷
বই হাতে বাড়ির পথে
নতুন বছরে নতুন বই হাতে বাড়ির পথে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভুম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
স্কুলে স্কুলে বই
ময়মনসিংহের একটি স্কুলে লাইন ধরে দাঁড়িয়ে শিশুরা নতুন বই নিচ্ছে৷ এদিন সারাদেশে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭ কপি পাঠ্যবই বিতরণ করা হয়৷
সারাদেশে বই বিতরণ
দেশজুড়ে বুধবার চার কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৫৮ ছাত্রছাত্রীর হাতে নতুন বই তুলে দেয়া হয়৷
নৃগোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের বই
বাংলাদেশের পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য তাদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিকের বই এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্র্রেইল বইও বুধবার বিতরণ করা হয়৷
সাকিব আল হাসান
শিশুদের হাতে নতুন বই তুলে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে হাজির হয়েছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান৷
গণভবনে বই উৎসব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০২০ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন৷