1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্লয়েডের পরিবারের সঙ্গে সাক্ষাৎ বাইডেনের

২৬ মে ২০২১

জর্জ ফ্লয়েডের মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের মানুষদের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করলেন বাইডেন। কথা বললেন পুলিশি সংস্কার নিয়ে।

https://p.dw.com/p/3tx9V
Biden trifft sich mit der Familie Floyd im Weißen Haus in Washington
ছবি: Kevin Lamarque/REUTERS

এক বছর আগে মার্কিন পুলিশের হাতে মারা যান জর্জ ফ্লয়েড। তার শেষ কথাগুলি ছিল, ''আমি আর শ্বাস নিতে পারছি না।'' এক কৃষ্ণাঙ্গর উপরে মার্কিন পুলিশের ব্যবহার দেখে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। ফ্লয়েডের মৃত্যুর এক বছর পর হোয়াইট হাউসে তার পরিবারের মানুষদের সঙ্গে দেখা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বাইডেন সেখানে বলেন, তিনি চান, আইনসভার সদস্যরা এবার পুলিশি সংস্কারের বিষয়টি চূড়ান্ত করুন। বিল পাস করুন। হাউস ও সেনেট দুই কক্ষেই সদস্যরা যেন বিল পাস করতে উদ্যোগী হন, চাইছেন বাইডেন।

প্রেসিডেন্ট চেয়েছিলেন, মঙ্গলবারের মধ্যে বিল পাস হয়ে যাক। বিলে ধর্ম বা বর্ণের ভিত্তিতে বিভেদ বন্ধ করা, পুলিশি দুর্ব্যবহারের জন্য ন্যাশনাল রেজিস্ট্রি তৈরি করা এবং পুলিশ অফিসারদের রক্ষাকবচ বাতিল করার মতো বিষয়গুলি থাকার কথা।

বাইডেন জানিয়েছেন, ফ্লয়েড ছিলেন খাঁটি মানুষ। তার সঙ্গে দেখা করার সুযোগ আমার হয়েছিল। তার বিশ্বাস, তিনি ফ্লয়েডের সঙ্গে দেখা করেছিলেন বলে, তার পরিবার খুশি হয়েছিলেন। প্রেসিডেন্ট বলেছেন, গত মাসে ফ্লয়েডের হত্যাকারী পুলিশ অফিসারের শাস্তি হয়েছে। এটা ন্যায়বিচারের প্রথম ধাপ।

ফ্লয়েডের প্রথম মৃত্যুবার্ষিকীতে অ্যামেরিকা জুড়ে সমাবেশ হয়েছে। ফ্লয়েডের নিজের শহর মিনেপোলিসেও প্রচুর মানুষ সমবেত হয়েছিলেন জর্জ ফ্লয়েড স্কোয়ারে।

জিএইচ/এসজি(রয়টার্স)