1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র উৎসব

২৬ মার্চ ২০১২

সুইজারল্যান্ডের ফ্রিবুয়র শহরে চলছে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ গত ২৪শে মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১শে মার্চ অবধি৷ মূলত এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন অ্যামেরিকার চলচ্চিত্র প্রাধান্য পাচ্ছে এই উৎসবে৷

https://p.dw.com/p/14S5t
ছবি: DW

চলতি বছর ফ্রিবুয়র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ছবি৷ সুইজারল্যান্ড-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে চলচ্চিত্র উৎসবের আয়োজক কর্তৃপক্ষ আলাদাভাবে আটটি বাংলা ছবি প্রদর্শনের আয়োজন করেছে৷ সুইস কোন উৎসবে বাংলা চলচ্চিত্রের এমন বড় উপস্থিতি এর আগে হয়নি, এমনটাই দাবি আয়োজকদের৷

Film Festival in Fribourg
ফ্রিবুয়র চলচ্চিত্র উৎসবছবি: DW

বাংলাদেশের কয়েকজন চলচ্চিত্র নির্মাতা বর্তমানে ফ্রিবুয়র'এ অবস্থান করছেন৷ এঁরা হচ্ছেন এনামুল করিম নির্ঝর, গিয়াসউদ্দিন সেলিম এবং গোলাম রাব্বানি বিপ্লব৷ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘‘চলতি উৎসবে ফোকাস কান্ট্রি হচ্ছে বাংলাদেশ৷ যেটাকে এদের ভাষায় বলা হচ্ছে ‘টেরা ইকোগনিটা' অর্থাৎ অজানা দিগন্ত৷ এই বিভাগে ৮টি বাংলা ছবি প্রদর্শন করা হচ্ছে৷ এছাড়া বাংলা চলচ্চিত্র বিষয়ক একাধিক আলোচনাও অ‍নুষ্ঠিত হচ্ছে উৎসবে৷

যেসব বাংলা ছবি প্রদর্শন করা হচ্ছে

নাসিরউদ্দিন ইউসূফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা' এবং গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত পরিচালক তারেক মাসুদ'এর ‘রানওয়ে' ছবির ইউরোপীয় প্রিমিয়ার হচ্ছে এই উৎসবে৷ এছাড়া রুবায়েত হোসেইন'এর মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্কিত ছবি ‘মেহেরজান' প্রদর্শিত হয়েছে ২৫ মার্চ৷ বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত ছবি ‘মনের মানুষ'-ও প্রদর্শন করা হচ্ছে উৎসবে৷ এছাড়া আরো যে বাংলা ছবিগুলো এই উৎসবে জায়গা করে নিয়েছে, সেগুলো হচ্ছে ‘আহা', ‘মনপুরা', ‘স্বপ্নডানায়' এবং ‘মাটির ময়না'৷

Film Festival in Fribourg
গোলাম রাব্বানি বিপ্লবের সঙ্গে কথা বলছেন আরাফাতুল ইসলামছবি: DW

মেহেরজান বিতর্ক

২০১১ সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্কিত চলচ্চিত্র ‘মেহেরজান'৷ ছবিটি ঢাকায় মুক্তির কয়েকদিন পরই তা সিনেমা হলগুলো থেকে তুলে নেওয়া হয়৷ তবে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শন করা হয়েছে৷ ফ্রিবুয়র'এ ছবিটি প্রদর্শনের পর দর্শকদের মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে৷ অনেকে মনে করছেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে বেশ হালকাভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এই ছবিতে৷ মুক্তিযুদ্ধে বিরঙ্গনাদের সত্যিকারের অবস্থাও সেভাবে ফুটিয়ে তুলতে পারেননি পরিচালক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম, ফ্রিবুয়র, সুইজারল্যান্ড
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য