ফ্রান্সের আলোচিত তরুণ রাজনীতিক বারডেলা
ফ্রান্সে সংসদ নির্বাচনের প্রথম ধাপে সবচেয়ে বেশি ভোট পাওয়া ন্যাশনাল ব়্যালি বা আরএন দলের প্রধান ২৮ বছর বয়সি জর্ডান বারডেলা৷ রোববার দ্বিতীয় ধাপে তার দল জয়ী হলে তিনি ফ্রান্সের সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী হতে পারেন৷
পরিচয়
ফ্রান্সে ৩০ জুন অনুষ্ঠিত সংসদ নির্বাচনের প্রথম ধাপে সবচেয়ে বেশি ভোট পাওয়া দল হচ্ছে ন্যাশনাল ব়্যালি বা আরএন৷ ডানপন্থি ও অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত এই দলের প্রধান ২৮ বছর বয়সি জর্ডান বারডেলা৷
জন্ম
১৯৯৫ সালের ১৩ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে ইটালীয় অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি৷ তার দাদির বাবা আলজেরিয়া থেকে ফ্রান্সে গিয়েছিলেন৷ কর্মজীবী শ্রেণির মানুষেরা প্যারিসের যে এলাকায় থাকেন সেই সেন স্যাঁ-ডেনি এলাকায় বেড়ে উঠেছেন বারডেলা৷
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেননি
হাইস্কুলে পড়াশোনা শেষে প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ে ভূগোল নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন৷ কিন্তু রাজনীতিতে মনোযোগ দেওয়ার পড়াশোনা শেষ করতে পারেননি৷
রাজনীতিতে যোগদান
মাত্র ১৬ বছর বয়সে আরএন দলে যোগ দেন৷ ২১ বছর বয়সে তাকে দলের মুখপাত্র নিয়োগ দেন আরএন দলের সেই সময়কার নেতা মারিন ল্য পেন৷ ল্য পেনের বাবা ১৯৭২ সালে আরএন দল প্রতিষ্ঠা করেছিলেন৷
ইইউ সাংসদ নির্বাচিত
২০১৯ সালে ২৩ বছর বয়সে ইউরোপীয় সাংসদ নির্বাচিত হন বারডেলা৷
দলীয় প্রধানের দায়িত্ব
আরএন দলের নেতা ল্য পেন (বামে) দুবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এমানুয়েল মাক্রোঁর কাছে হেরেছেন৷ ২০২৭ সালে আবার তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে চান৷ সেই প্রচেষ্টায় পূর্ণ মনোযোগী হতে তিনি ২০২২ সালে বারডেলাকে আরএন দলের প্রধান নির্বাচন করেন৷
নিজের সম্পর্কে বারডেলা যা বলেন
আরএন দলের প্রতি তরুণ প্রজন্মের আকর্ষণ বাড়ার পেছনে বারডেলার অবদান রয়েছে বলে মনে করা হয়৷ টিকটকে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৮ লাখ৷ ‘‘আমি অন্য জায়গা থেকে এসেছি, কিন্তু, আজ আমার যা পরিচয়, তা এখানেই হয়েছে৷ আমি ফ্রান্সের ইতিহাসকে বিয়ে করেছি,’’ টিকটকে নিজের পরিচয় সম্পর্কে এভাবেই বলেছেন বারডেলা৷
শান্তির বার্তা
বারডেলা একজন কট্টর অভিবাসনবিরোধী বলে ডিডাব্লিউকে জানান কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে ডানপন্থা বিষয়ে বিশেষজ্ঞ মার্টা লরিমে৷ তবে ৩০ জুন প্রথম ধাপের নির্বাচনে জয়ের পর বারডেলার কণ্ঠে কিছুটা শান্তির বার্তা শোনা গেছে৷ তিনি বলেছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে জয় পেলে তিনি সব ফরাসি নাগরিকের প্রধানমন্ত্রী হবেন, সবার কথা শুনবেন, জাতীয় ঐক্যের কথা মনে রাখবেন৷