ফ্রান্সে কট্টর ডানপন্থিদের সম্ভাব্য জয় নিয়ে মুসলিমদের শঙ্কা
ফ্রান্সে কয়েকদিন পর আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এতে কট্টর ডানপন্থিদের সম্ভাব্য জয় নিয়ে সে দেশের মুসলমানেরা শঙ্কা প্রকাশ করেছেন৷
আগাম সংসদ নির্বাচন
৩০ জুন ও ৭ জুলাই ফ্রান্সে আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৬ থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে ফ্রান্সের কট্টর ডানপন্থিরা ভালো করার পর প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে আগাম নির্বাচন দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন৷ মাক্রোঁ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন৷
জরিপের ফল
বৃহস্পতিবার প্রকাশিত তিনটি জরিপ বলছে, সংসদ নির্বাচনে মারিঁ ল্য পেনের কট্টর ডানপন্থি ন্যাশনাল ব়্যালি পার্টি সবচেয়ে বেশি ভোট পাবে৷ এরপরে আছে বামপন্থি পপুলার ফ্রন্ট ও মাক্রোঁর রেনেসাঁ পার্টি৷
মুসলমানদের মনে শঙ্কা
ফ্রান্সে প্রায় ৬০ লাখ মুসলমান বাস করেন৷ তারা আশঙ্কা করছেন, সংসদ নির্বাচনে কট্টর ডানপন্থিরা জয়ী হলে তাদের উপর কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে৷ ২৩ বছর বয়সি সারাহ এএফপিকে বলেন, ল্য পেনের দল জিতলে পোশাক ও প্রার্থনা বিষয়ে তারা ইচ্ছেমতো নতুন আইন করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন৷ ৭০ বছর বয়সি আরেক নারী ফাতিমাও বলেছেন, তিনি নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে শঙ্কিত৷
বিল প্রস্তাব
২০২১ সালে ন্যাশনাল ব়্যালি পার্টি জনসম্মুখে হিজাব পরা ও ‘ইসলামি মতাদর্শের’ উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি বিল প্রস্তাব করেছিল৷ এছাড়া হালাল ও কোশর মাংসের উপরও নিষেধাজ্ঞা চায় দলটি৷ দলের নেতা জর্ডান বারদেলা সম্প্রতি বলেছেন, তারা জনসম্মুখে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা দিতে চান৷ তবে তিনি বলেন, সংসদ নির্বাচনে তার দল জিতলেও ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিষেধাজ্ঞার বিষয়টি কার্যকর হবে না৷
পোশাক সংক্রান্ত বর্তমান আইন
সরকারি স্কুলে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আছে৷ এছাড়া জনসম্মুখে মুখসহ পুরো শরীর ঢাকা বোরকা পরাও নিষিদ্ধ৷ এই স্কুল বছর থেকে স্কুলে আবায়া পরার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে মাক্রোঁ সরকার৷
মুসলিমদের প্রতি বৈরী আচরণ ‘বৈধতা’ পেতে পারে
ফ্রান্সের নাগরিক সারাহ বলছেন, কট্টর ডানপন্থি দল ক্ষমতায় গেলে মুসলিমদের প্রতি বৈরী আচরণ ‘বৈধতা’ পেতে পারে৷ ‘‘প্রকাশ্যে স্বীকার করা একটি বর্ণবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাহলে ইসলামোফোবিক কর্মকাণ্ড বহুগুনে বাড়তে পারে,’’ বলে আশঙ্কা তার৷ ছবিটি প্রতীকী৷
‘ইউরোপ থেকে ইসলাম তাড়িয়ে দাও’
গত শনিবার সন্ধ্যায় লিও শহরের রাস্তায় প্রায় ৪০ জন উগ্র ডানপন্থি সমর্থক মিছিল করে ‘আমরা নাৎসি’, ‘ইউরোপ থেকে ইসলাম তাড়িয়ে দাও’ এমন শ্লোগান দিয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে৷
সন্তানদের প্রতি মায়ের পরামর্শ
প্যারিসের গ্র্যান্ড মসজিদের সামনে মরিয়ম নামের ৪৬ বছর বয়সি এক নারী এএফপিকে জানান, বর্তমানে ফ্রান্সে মুসলিম হিসেবে জীবনযাপন ১৫ বছর আগের তুলনায় কঠিন হয়ে উঠেছে৷ ২০১৫ সালে ইসলামের নামে ফ্রান্সে কয়েকটি জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷ সে কারণে তিনি তার সন্তানদের ভালো করে পড়াশোনা করার পরামর্শ দিচ্ছেন যেন তারা অন্য কোথাও চলে যেতে পারে৷