ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ড
১৬ জুলাই ২০১৫বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণের মতো অপরাধে জড়িত থাকার অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে ফোরকান মল্লিককে৷ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে৷ ডয়চে ভেলের পক্ষ থেকে রায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল ফেসবুকে ৷ সাধারণত এ ধরনের রায়ে অনেক প্রতিক্রিয়া আসে৷ কিন্তু মল্লিকের ক্ষেত্রে বেশ ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে৷ ডয়চে ভেলের প্রশ্নের উত্তরে মন্তব্য করেছেন প্রথম দু'ঘন্টায় মন্তব্য করেছেন মাত্র তিনজন৷
রাকিব আহমেদ লিখেছেন, ‘‘...একবার শেখ মুজিবুর রহমান ওদেরকে ক্ষমা করে দিয়েছে৷ এখন কেন হাসিনা ওদের বিচার করে ভাই? আপনারা কি জানেন কেন বিচার হয়?'' তবে মো. মফিজ খান মনে করেন, ‘‘মানবতাবিরোধী অপরাধের নায্য বিচার হওয়া দরকার এবং অতি তারাতারি৷'' আর সিদ্ধার্থ সরকার লিখেছেন, ‘‘আইনের মোড়কে রাষ্ট্রীয় হত্যা৷''
একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার ব্লগাররাও ফোরকানের মৃত্যুদণ্ড নিয়ে নিরব রয়েছেন৷ রাজনৈতিক দল কিংবা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া নেই৷ টুইটারে এ সংক্রান্ত নিউজ প্রকাশ করা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে, তবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফোরকান মল্লিক দিনমজুর ছিলেন৷ এমনকি মৃত্যুদণ্ডের বিপক্ষে আপিল করার মতো আর্থিক সামর্থ্যও তার নেই বলে দাবি করেছেন ফোরকান মল্লিকের আইনজীবী৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ