আলোচনায় ন্যান্সি
১৮ আগস্ট ২০১৪নেত্রকোনার বাসিন্দা ন্যান্সি শনিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন৷ তখন তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এরপর আরো একাধিক হাসপাতাল ঘুরে বর্তমানে তিনি আছেন ঢাকার ল্যাব এইড হাসপাতালে৷ সেখানকার চিকিৎসকরা বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ‘‘ন্যান্সিকে আইসিইউতে রাখা হয়েছে৷''
এদিকে, বাংলা ব্লগে ন্যান্সির আত্মহত্যার চেষ্টা নিয়ে নিবন্ধ প্রকাশ করেছেন অনেকে৷ ন্যান্সির শুভকামনায় সংগীত শিল্পীরা কে কি বলেছেন তার একটি সংকলন সামহয়্যার ইন ব্লগে প্রকাশ করেছেন ব্লগার এম এ আহাদ৷ তিনি লিখেছেন, ‘‘ফেসবুকে দেশের জনপ্রিয় ও সম্ভাবনাময় এই শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা লিখেছেন এ দেশের সংগীতাঙ্গনের একাধিক সংগীত শিল্পী৷ ব্লগের বন্ধুদের জন্য শিল্পীদের বার্তা তুলে ধরা হলো৷''
টুইটারে এই বিষয়ে লিখেছেন সংগীত শিল্পী, সাংবাদিকরা৷ তবে অধিকাংশ মন্তব্যের সঙ্গেই রয়েছে বিভিন্ন প্রতিবেদনের লিংক৷ সেখান থেকে দু'টি তুলে দেয়া হলো এখানে:
অনলাইন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে সংগীত শিল্পী প্রীতম আহমেদ লিখেছেন, ‘‘অভিমান বা জেদ যেটাই হোক মানুষ কিন্তু কম কষ্টে আত্মহননের পথ বেছে নেয় না৷ একেকজন মানুষের কষ্ট সইবার ক্ষমতা একেক রকম৷ শিল্পীরা একটু বেশি আত্মসম্মান সম্পন্ন ও অভিমানী হয়৷ প্রচণ্ড আবেগেই হয়তো ন্যান্সী একটা অঘটন ঘটাতে গিয়ে বেঁচে গেছে৷''
তিনি লিখেছেন, ‘‘কেউ কেউ এটা নিয়ে রসিকতা করছেন দেখে খারাপ লাগছে৷ জীবনে অনেক প্রাপ্তির পরও কিছু কিছু মানুষ ভেতরে ভেতরে অনেক নিঃস্ব, অনেক একা৷ আমরা কোনদিন কারো একাকিত্বের সঙ্গী হতে চাই না বা পারি না৷ জানতেও পারি না হাসিমুখের আড়ালে কোন মানুষটা কতটুকু একা৷ কিন্তু অন্তত তার আবেগের প্রতি সম্মানটুকুতো করতে পারি তাই না??''
উল্লেখ্য, ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন সংগীত শিল্পী ন্যান্সি৷ ঠিক কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা এখনো জানা যায়নি৷ রোদেলা ও নায়লা নামের দুই কন্যা সন্তানের মা তিনি৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক