1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় ন্যান্সি

১৮ আগস্ট ২০১৪

বাংলাদেশের বহুল আলোচিত সংগীত শিল্পী ন্যান্সির আত্মহত্যার চেষ্টার খবরে স্বাভাবিকভাবেই গরম সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি৷ কেউ কেউ শিল্পীর মনের অবস্থা বোঝার চেষ্টা করেছেন৷ অন্যদিকে অনেকে করেছেন বিরূপ মন্তব্য৷

https://p.dw.com/p/1CwFQ
Symbolbild Selbstmord Jugendliche
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

নেত্রকোনার বাসিন্দা ন্যান্সি শনিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন৷ তখন তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এরপর আরো একাধিক হাসপাতাল ঘুরে বর্তমানে তিনি আছেন ঢাকার ল্যাব এইড হাসপাতালে৷ সেখানকার চিকিৎসকরা বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ‘‘ন্যান্সিকে আইসিইউতে রাখা হয়েছে৷''

এদিকে, বাংলা ব্লগে ন্যান্সির আত্মহত্যার চেষ্টা নিয়ে নিবন্ধ প্রকাশ করেছেন অনেকে৷ ন্যান্সির শুভকামনায় সংগীত শিল্পীরা কে কি বলেছেন তার একটি সংকলন সামহয়্যার ইন ব্লগে প্রকাশ করেছেন ব্লগার এম এ আহাদ৷ তিনি লিখেছেন, ‘‘ফেসবুকে দেশের জনপ্রিয় ও সম্ভাবনাময় এই শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা লিখেছেন এ দেশের সংগীতাঙ্গনের একাধিক সংগীত শিল্পী৷ ব্লগের বন্ধুদের জন্য শিল্পীদের বার্তা তুলে ধরা হলো৷''

টুইটারে এই বিষয়ে লিখেছেন সংগীত শিল্পী, সাংবাদিকরা৷ তবে অধিকাংশ মন্তব্যের সঙ্গেই রয়েছে বিভিন্ন প্রতিবেদনের লিংক৷ সেখান থেকে দু'টি তুলে দেয়া হলো এখানে:

অনলাইন সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে সংগীত শিল্পী প্রীতম আহমেদ লিখেছেন, ‘‘অভিমান বা জেদ যেটাই হোক মানুষ কিন্তু কম কষ্টে আত্মহননের পথ বেছে নেয় না৷ একেকজন মানুষের কষ্ট সইবার ক্ষমতা একেক রকম৷ শিল্পীরা একটু বেশি আত্মসম্মান সম্পন্ন ও অভিমানী হয়৷ প্রচণ্ড আবেগেই হয়তো ন্যান্সী একটা অঘটন ঘটাতে গিয়ে বেঁচে গেছে৷''

তিনি লিখেছেন, ‘‘কেউ কেউ এটা নিয়ে রসিকতা করছেন দেখে খারাপ লাগছে৷ জীবনে অনেক প্রাপ্তির পরও কিছু কিছু মানুষ ভেতরে ভেতরে অনেক নিঃস্ব, অনেক একা৷ আমরা কোনদিন কারো একাকিত্বের সঙ্গী হতে চাই না বা পারি না৷ জানতেও পারি না হাসিমুখের আড়ালে কোন মানুষটা কতটুকু একা৷ কিন্তু অন্তত তার আবেগের প্রতি সম্মানটুকুতো করতে পারি তাই না??''

উল্লেখ্য, ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন সংগীত শিল্পী ন্যান্সি৷ ঠিক কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তা এখনো জানা যায়নি৷ রোদেলা ও নায়লা নামের দুই কন্যা সন্তানের মা তিনি৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য