ফের স্কুলছাত্রীদের অপহরণ করল বোকো হারাম
কিছুদিন আগে নাইজেরিয়ার একটি স্কুলে ফের আক্রমণ চালিয়েছে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম৷ আবার অপহৃত কয়েকশ’ স্কুলছাত্রী৷ এর আগে ২০১৪ সালে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম৷
শুনশান হস্টেল
নাইজেরিয়ার উত্তর-পূর্বের প্রদেশ উয়োব৷ সেখানকার ডাপচি অঞ্চলের একটি স্কুল থেকে কয়েকশ’ ছাত্রীকে অপহরণ করেছে বোকো হারাম৷ স্কুলের হস্টেলে পড়ে রয়েছে ছাত্রীদের ব্যবহৃত জিনিসপত্র৷
আগেও ঘটেছে হামলা
২০১৪ সালেও একই কায়দায় অন্য একটি স্কুল থেকে ছাত্রীদের অপহরণ করেছিল বোকো হারাম৷ পরে কিছু ছাত্রীকে উদ্ধার করা গেলেও অধিকাংশ ছাত্রীই এখনো নিখোঁজ৷ ওই ছাত্রীরা কী অবস্থায় আছে, এখনো জানা যায়নি৷ তার মধ্যেই নতুন করে অপহরণের ঘটনা ঘটলো৷
অপহরণের চিহ্ন
ছাত্রীদের অপহরণের সময় যে যথেষ্ট ধ্বস্তাধ্বস্তি হয়েছিল, স্কুল চত্বরে ছড়িয়ে রয়েছে তার চিহ্ন৷ কোথাও পড়ে আছে তাদের চটি, কোথাও বা ছেঁড়া জামাকাপড়৷
বন্ধ ক্লাস
ঘটনার পর থেকে বন্ধ স্কুল৷ যে ক’জন ছাত্রী পালাতে পেরেছিল, তারাও আর স্কুলে যেতে চাইছে না৷ অনেকেই ট্রমায় আক্রান্ত৷
পরিত্যক্ত হস্টেল
ঘটনার পর হস্টেল চত্বরে যায়নি কেউ৷ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সবকিছু৷ স্থানীয় মানুষও এলাকায় যেতে ভয় পাচ্ছেন, নতুন করে হামলার আশঙ্কায়৷
রক্ষা পেয়েছে যারা
খুব সামান্য সংখ্যক ছাত্রীই হামলার সময় পালাতে পেরেছিল৷ হামলার বিস্তারিত বিবরণ দিয়েছে তারা৷ ক্যামেরায় ধরা পড়েছে তেমনই কিছু ছাত্রীর ছবি৷
কেউ দায় স্বীকার করেনি
২০১৪ সালে হামলার পর ঘটনার দায় স্বীকার করেছিল বোকো হারাম৷ কিন্তু এবার এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ হামলাও বোকো হারামই চালিয়েছে৷