ফের গুলি, অ্যামেরিকায় নিহত নয়
২৪ জানুয়ারি ২০২৩সংবাদসংস্থা এএফপি-র রিপোর্ট বলছে, গত ৪৮ ঘণ্টায় অ্যামেরিকার দুইটি জায়গায় হামলা চালিয়েছে বন্ধুকধারীরা। তাদের গুলিতে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। হামলা হয়েছে নর্থ ক্যালিফোর্নিয়া এবং লোয়ায়। দুইটি ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
নর্থ ক্যালিফোর্নিয়ার হাফমুন বে অঞ্চলে গুলি চলেছে। স্থানীয় শেরিফ জানিয়েছেন, বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় আর কোনো উত্তেজনা নেই। তবে বন্দুকধারীর বিস্তারিত তথ্য এখনো দেয়া হয়নি।
অন্যদিকে লোয়ায় একটি বিশেষশিশুদের জন্য তৈরি স্কুল চত্বরে হামলা হয়েছে। ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তিনজন আহত। তার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
গোটা অ্যামেরিকা যখন সান ফ্রান্সিসকো-র ঘটনা নিয়ে উদ্বেল, তখনই দেশের আরো দুই অঞ্চলে একইরকম ঘটনা ঘটেছে। সান ফ্রান্সিসকোতে চীনা বর্ষবরণের দিন বন্দুকধারী হামলা চালায়। ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত। বন্দুকধারীও নিহত হয়েছে। বস্তুত, তার ৪৮ ঘণ্টার মধ্যেই আরো দুইটি ঘটনার কথা সামনে এলো।
গত এক বছরে অ্যামেরিকায় বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে ৪৪ হাজার মানুষের। সব মিলিয়ে ৬৪৭টি হামলার ঘটনা ঘটেছে। ফের প্রশ্ন উঠেছে, কেন দেশের বন্দুক আইনের বদল হবে না?
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)