1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের অগ্নিকাণ্ড, এবার উত্তরার বিজিবি মার্কেটে

১৭ এপ্রিল ২০২৩

রাজধানীতে আগুন লাগা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে ঠেকেছে! রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে হাউজ বিল্ডিং এলাকায় লাগা আগুন প্রায় এক ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে৷

https://p.dw.com/p/4QAsl
আগুন (প্রতীকী ছবি)
আগুন (প্রতীকী ছবি)ছবি: Colourbox

আজ সকাল ১০টা ২৫ মিনিটে উত্তরার ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে আগুন লাগে বলে খবর পায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ৷ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মার্কেটের টিনের চালের ওপর দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে আর লোকজন ছুটোছুটি করে রাস্তায় কাপড়ের রোল বের করে আনছে৷

জানা গেছে, এক তলা টিনশেডের ওই আধাপাকা মার্কেটে কাপড়ের দোকান ছাড়াও মোটর সার্ভিসিংয়ের দোকান রয়েছে৷

মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার বদরুল হাসান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘‘মার্কেটের একটি মোটর পার্টসের দোকান থেকে আগুন লাগে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে৷ আগুনে ছয় থেকে সাতটি দোকান পুড়ে গেছে৷ কেউ হতাহত হননি৷''

‘‘আমাদের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে,'' জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান সিকদার৷

জেকে/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)