1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষিদ্ধ হতে পারে নাইজেরিয়া

৫ জুলাই ২০১৪

ক’দিন আগেই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নাইজেরিয়া৷ দেশটি এবার পড়েছে ফুটবল থেকেই ‘বিদায়’ হওয়ার ঝুঁকির মুখে৷ ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে ফুটবলে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ফিফা৷

https://p.dw.com/p/1CVpN
WM 2014 Gruppe F 2. Spieltag Nigeria Bosnien-Herzegowina
ছবি: picture-alliance/empics

ফ্রান্সের কাছে হেরে বিদায় নিলেও ব্রাজিল বিশ্বকাপে কিন্তু খুব খারাপ করেনি নাইজেরিয়া৷ ১৯৯৪ এবং ১৯৯৮ – এর পর এবার তৃতীয়বারের মতো শেষ ষোলোয় উঠেছিল ‘সুপার ঈগল'-রা৷ কিন্তু '৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের কাছে ২-০ গোলে হারার পরপরই নিজেদের দেশের ফুটবল ফেডারেশন এনএফএফ-এর নির্বাহী কমিটিকে বাতিল করে নতুন নির্বাহীর নিয়োগ দেয় নাইজেরিয়া সরকার৷ ফেডারেশনের ওপর সরকারি হস্তক্ষেপ কখনোই বরদাস্ত করেনা ফিফা৷ ফলে নাইজেরিয়ার ক্রীড়ামন্ত্রী ট্যামি দানাগোগো এনএফএফ-র প্রধান প্রশাসক হিসেবে লরেন্স কাটিকেনকে নিয়োগ দেয়ার পর ফিফা জানিয়েছে এই হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হতে পারে৷

২০১০ বিশ্বকাপের পরও একই পরিস্থিতির মুখে পড়েছিল নাইজেরিয়ার ফুটবল৷ সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে সত্যিই খুব খারাপ করেছিল নাইজেরিয়া৷ প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ায় সরকার এনএফএফ-এর কমিটি ভেঙে দেয়৷ পাশাপাশি জানানো হয়, পরের দু বছর নাইজেরিয়ার কোনো দল আর আন্তর্জাতিক কোনো আসরে অংশ নেবেনা৷ ফেডারেশনের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে নাইজেরিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার হুমকি দিলেও কোনো কাজ হয়নি৷ নিষেধাজ্ঞা যথারীতি বলবৎ হয়ে যায়৷ তারপর প্রেসিডেন্ট গুডলাক জনাথন ফিফার শর্ত মেনে এনএফএফ-এর কমিটি গঠন করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়৷

এবার কী হবে? আবারও প্রেসিডেন্টের হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? নাকি আন্তর্জাতিক ফুটবলে আবার নিষিদ্ধ হবে নাইজেরিয়া? নাইজেরিয়া সরকার কী পদক্ষেপ নেয় তার ওপরই নির্ভর করছে সব৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য