1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল স্টেডিয়ামে সম্ভাব্য বোমা হামলা ঠেকিয়েছে পুলিশ

১ এপ্রিল ২০১১

জার্মানির একটি স্টেডিয়ামে সম্ভাব্য এক বোমা হামলা ঠেকিয়ে দিয়েছে পুলিশ৷ আটক করা হয়েছে সন্দেহভাজন ২৫ বছরের এক যুবককে৷ তবে এর সঙ্গে সন্ত্রাসবাদী কোন গ্রুপের হাত রয়েছে বলে মনে করেন না পুলিশ কর্তারা৷

https://p.dw.com/p/10lg9
বুরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের স্টেডিয়ামছবি: picture alliance/dpa

বৃহস্পতিবার তিনটি বিস্ফোরক ডিভাইস পাওয়া যায় ডর্টমুন্ডের বুরুসিয়া স্টেডিয়ামে৷ ঐ স্টেডিয়ামটি জার্মান ফুটবলের সবচেয়ে বড় আসর বুন্ডেসলিগার খেলার অন্যতম ভেন্যু৷ জার্মান কেন্দ্রীয় অপরাধ তদন্ত অফিস বা বিকেএ জানিয়েছে, তারা সেই ডিভাইসগুলো নিষ্ক্রিয় করেছে৷ আরও তিনটি ডিভাইস পাওয়া গেছে গ্রেফতারকৃত ঐ যুবকের বাসা থেকে৷

বার্লিনে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসী গ্রুপ কিংবা ইসলামপন্থী সন্ত্রাসবাদী সংগঠনের কোন ধরণের যোগসূত্র তারা খুঁজে পাননি৷ ঐ সন্দেহভাজন যুবক এককভাবে এই অপরাধ করেছে৷ তৃতীয় কোন শক্তির কোন মদত রয়েছে বলে তারা মনে করেন না৷

বিকেএ জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত জার্মান দূতাবাসে একটি অজ্ঞাতনামা ইমেইল আসে৷ যেখানে লেখা হয় জার্মানিতে অন্তত দুটি সন্ত্রাসী হামলা পরিচালিত হবে৷ এরপরেই সেই ইমেইলদাতার সন্ধানে নেমে যান তদন্তকারীরা৷ পরে কোলন শহরের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়৷ এবং তার স্বীকারোক্তি অনুসারে প্রথমে স্টেডিয়ামে এবং পরে তার বাসায় মোট ৬টি বিস্ফোরক ডিভাইস পায় পুলিশ৷

এর আগে গত বছর আটককৃত যুবকটি একটি জার্মান কোম্পানি থেকে চাদা আদায়ের চেষ্টা করেছিলো বলে জানা যায়৷ তবে সেই যুবকের নাম পরিচয় রীতি অনুসারে গোপন রেখেছে কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম