1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল-সম্রাট পেলে সত্তরে পা দিচ্ছেন

২৩ অক্টোবর ২০১০

কলকাতায় সত্তরের দশকে কসমস ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন পেলে৷ গোটা বিশ্বে অন্য কোনো ফুটবল খেলোয়াড়কে সম্রাটের আসনে বসানো হয় নি৷ সেই জীবন্ত কিংবদন্তী শনিবার ৭০ বছরে পা দিচ্ছেন৷

https://p.dw.com/p/PliM
পেলেছবি: dpa

১৯৭৭ সালের ২২ সেপ্টেম্বর কলকাতায় মোহন বাগান ক্লাবের বিরুদ্ধে এক প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন ফুটবল সম্রাট৷ সেই ম্যাচকে ঘিরে যে উৎসাহের সৃষ্টি হয়েছিল, তা নিয়ে আজও কথা হয়৷

জন্মদিনের দিন কী করবেন পেলে? গোটা জীবন ধরে স্পটলাইটে থাকার পর এবার নিজেকে কিছুটা সরিয়ে নিয়ে সত্যিকারের অবসর জীবন উপভোগ করতে চান ব্রাজিলের এই তারকা৷ শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চান৷ সংবর্ধনা, সাক্ষাৎকার – এসব থেকে দূরে থাকতে চান৷

১৯৪০ সালের ২৩শে অক্টোবর ব্রাজিলের এক ছোট শহরে জন্ম হয় এডসন আরান্তেস দো নাসিমেন্তুর৷ নিজের নামটা একেবারেই পছন্দের ছিলো না৷ ১৬ বছর বয়স থেকে বাউরু ক্লাবে খেলা শুরু করেন৷ সেখানেই তাঁর নাম রাখা হয় ‘পেলে'৷ তারপর সান্তোস ক্লাব তাঁর প্রতিভা দেখে ডেকে নেয়৷ তারপরের ঘটনা সবার জানা৷ গোটা বিশ্বে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম