ফর্মুলা-ওয়ান
২০ এপ্রিল ২০১২বুধবার রাতে ফোর্স ইন্ডিয়া টিমের গাড়ির কাছেই একটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটে৷ গাড়িটি যানজটে আটকে ছিল৷ শোনা যাচ্ছে, এই ঘটনার পর সেদলের দুই সদস্য বাহরাইন ত্যাগ করেছে৷ অবশ্য বিস্ফোরণস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বরাতে বাহরাইনের কর্তৃপক্ষ দাবি করেছে যে, ফোর্স ইন্ডিয়া দল হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি৷ ফোর্স ইন্ডিয়া'র আগেই বাহরাইন গ্রঁ প্রি'র একটি অংশের প্রতিযোগী দল এমআরএস নিজেদের প্রত্যাহার করে নেয়৷ নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত সেদলের৷
বাহরাইনের সুন্নি প্রধান শাসক গোষ্ঠীর কাছ থেকে সমঅধিকার আদায়ের দাবিতে শিয়ারা আন্দোলন করছে দীর্ঘ সময় ধরেই৷ সেদেশের মূল বিরোধী গোষ্ঠী আল-ভিয়াক, ফর্মুলা-ওয়ানকে সামনে রেখে সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে৷ সেদলের নেতা মাত্তার মাত্তার জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি যে আন্দোলনে আহতের সংখ্যা বাড়ছে৷ একইসঙ্গে গ্রেপ্তার এবং বিভিন্ন বাড়িতে পুলিশের হানাও বেড়েছে৷
সব মিলিয়ে ফর্মুলা-ওয়ানের আগে বাহরাইন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে৷ রাজধানী মানামাসহ বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা রাস্তায় টায়ার পুড়িয়ে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফর্মুলা-ওয়ানের সার্কিটে গাড়ি যেতে বাধা দিচ্ছে৷ সেদেশের সরকার অবশ্য মানামায় প্রতিবাদ-বিক্ষোভ নিষিদ্ধ করেছে৷ একইসঙ্গে জানিয়েছে, ফর্মুলা-ওয়ান রেস চালু রাখা এবং অংশগ্রহণকারী দলগুলো এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার মত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ শুক্রবার রেস সংলগ্ন এলাকাগুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷
বাহরাইনে এই অস্থিরতার মাঝেই প্রাকটিস সেশনে ম্যাকলারেন'এর লুইস হ্যামিল্টন সবচেয়ে দ্রুত গতি প্রদর্শন করেছেন৷ এক মিনিট ৩৩.৫২৭ সেকেন্ডে রেস শেষ করেন তিনি৷ মানামা থেকে গাড়িতে আধ ঘণ্টার দূরত্বে অবস্থিত সাকির সার্কিটে প্রাকটিস সেশন অনুষ্ঠিত হয়৷ এই সেশনে দ্বিতীয় হয়েছেন রেড বুল'এর সাবাস্তিয়ান ফেটেল৷ আর তৃতীয় স্থান অর্জন করেন ফোর্স ইন্ডিয়া'র ব্রিটিশ ড্রাইভার পাওয়েল ডি রেস্তা৷
উল্লেখ্য, শিয়াদের আন্দোলনের কারণে গত বছর বাহরাইন গ্রঁ প্রি বাতিল হয়েছিল৷ সেসময় আন্দোলনকারীদের উপর সরকারি দমনপীড়নে ৭০ জনের বেশি ব্যক্তি নিহত হয়৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম, (এএফপি, ডিপিএ)
সম্পাদনা: দেবারতি গুহ