‘ফরেস্ট গাম্প’ টম হ্যাংকস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’-এ টম হ্যাংকসকে বিশ্বের কিছু উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে জড়িত থাকতে দেখা গেছে৷ এবার তিনি বাস্তবে এক বৈশ্বিক ঘটনায় জড়িয়ে পড়লেন৷
স্ত্রীসহ করোনায় আক্রান্ত
অস্কারজয়ী হলিউড অভিনেতা টম হ্যাংকস ও তাঁর স্ত্রী অভিনেত্রী ও সংগীতশিল্পী রিতা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ টুইটারে পোস্ট করা এক স্ট্যাটাসের মাধ্যমে টম হ্যাংকস নিজেই এই তথ্য জানিয়েছেন৷
নির্জন অবস্থান
টুইটারে তিনি লিখেছেন, ‘‘... আমরা একটু ক্লান্ত বোধ করছিলাম৷ আমাদের একটু ঠান্ডা লেগেছিল, শরীরে একটু ব্যথাও ছিল৷... এই অবস্থায় সারা বিশ্বে এখন যেমনটা হচ্ছে, আমরা করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছিলাম এবং আমরা পজিটিভ হয়েছি৷’’ জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা নির্জনে পরীক্ষার মধ্যে থাকবেন বলেও জানিয়েছেন টম হ্যাংকস৷
সিনেমার শুটিং
এলভিস প্রিসলিকে নিয়ে একটি বায়োপিক তৈরি হচ্ছে৷ সেই ছবিতে প্রিসলির ম্যানেজার টম পার্কারের ভূমিকায় অভিনয় করছেন টম হ্যাংকস৷ শুটিং করতে তিনি স্ত্রীসহ অস্ট্রেলিয়ায় ছিলেন৷ সেখানেই তাঁদের করোনা ভাইরাস ধরা পড়েছে৷ উপরের ছবিতে প্রিসলিকে তাঁর ম্যানেজার পার্কারের সঙ্গে দেখা যাচ্ছে৷
শুটিং স্থগিত
২০২১ সালের অক্টোবরে বায়োপিকটি মুক্তি পাওয়ার কথা৷ তবে টম হ্যাংকস করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স৷
শীর্ষ ১০ মুভি
ইন্টারনেট মুভি ডাটাবেস বা আইএমডিবি রেটিং অনুযায়ী টম হ্যাংকস অভিনীত সেরা ১০ মুভি হচ্ছে ফরেস্ট গাম্প (ছবি), দ্য গ্রিন মাইল, সেভিং প্রাইভেট রায়ান, ক্যাচ মি ইফ ইউ ক্যান, কাস্ট অ্যাওয়ে, ক্যাপ্টেন ফিলিপস, রোড টু পার্ডিশন, ফিলাডেলফিয়া, ব্রিজ অফ স্পাইস এবং অ্যাপোলো ১৩৷
দুটি অস্কার
ফিলাডেলফিয়া (১৯৯৩) ও ফরেস্ট গাম্প (১৯৯৪) মুভির জন্য পরপর দুবার অস্কার পেয়েছেন টম হ্যাংকস৷
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদক
২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টম হ্যাংকসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ প্রদান করেন৷
পারিবারিক জীবন
টম হ্যাংকস ও অভিনেত্রী ও সংগীতশিল্পী রিতা উইলসন ১৯৮৮ সালে বিয়ে করেন৷ শনিবার অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে পারফর্ম করেছিলেন উইলসন৷ সে কারণে কর্তৃপক্ষ এখন অপেরা হাউস জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছে৷
অস্ট্রেলিয়ায় করোনা
এখন পর্যন্ত ১২০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ মারা গেছেন তিনজন৷