ফকল্যান্ডস নিয়ে আর্জেন্টিনা আর ব্রিটেনের মধ্যে আবার বিরোধ
২৫ ফেব্রুয়ারি ২০১০এদিকে স্প্যানিশ-আর্জেন্টাইন তেল গ্রুপ রেপসল ওআইপিএফ জানিয়েছে, এ বছরের শেষে তারা বিতর্কিত ঐ দ্বীপপুঞ্জের অদূরে ফকল্যান্ডস অববাহিকায় তেল অনুসন্ধানের জন্য ড্রিলিং শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে৷
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হরহে তাইয়ানা জাতিসংঘ সদর দপ্তরে বান কি মুন-এর সঙ্গে দেখা করে সাংবাদিকদের জানান, আর্জেন্টিনার পক্ষ থেকে মহাসচিবকে অনুরোধ করা হয়েছে তিনি যেন আরও একপেশে পদক্ষেপ থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে ব্রিটেনকে জোর দিয়ে বোঝান৷
দক্ষিণ অ্যাটলান্টিকে অবস্থিত ব্রিটিশ শাসিত ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা আর ব্রিটেনের বিরোধ নতুন নয়৷ তবে তেল ড্রিলিং-এর বিষয়টি নিয়ে সাম্প্রতিক দিনগুলিতে দুই দেশের মধ্যে হাওয়াটা গরম হয়ে উঠছে৷ আর্জেন্টিনা এই দ্বীপপুঞ্জকে ইসলাস মালভিনাস বলে অভিহিত করে৷ এবং দাবি করে এ দ্বীপপুঞ্জ তার৷ ফকল্যান্ডস নিয়ে ১৯৮২ সালের যুদ্ধে সে ব্রিটেনের কাছে হেরে যায়৷ ১৮৩৩ সাল থেকে এই দ্বীপপুঞ্জ ব্রিটেনের দখলে৷
দ্বীপপুঞ্জের সরকার তেল অনুসন্ধানের লাইসেন্স নিলাম করার পর ব্রিটিশ কোম্পানি ডিজায়ার পেট্রোলিয়াম গত সোমবার সমুদ্রে ড্রিলিং-এর কাজ শুরু করে৷ গভীর সমুদ্রে তেলের বিপুল ভান্ডার আদৌ রয়েছে কিনা তা নিশ্চিত করতেই এই ড্রিলিং৷ এতে অবশ্য আর্জেন্টিনা খুশি নয়৷ এবার পাল্টা ড্রিলিং-এর পরিকল্পনার কথা জানাল স্প্যানিশ-অ্যামেরিকান তেল কোম্পানি রেপসল ওয়াইপিএফ৷ কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ফকল্যান্ডস-এর বিতর্কিত সমুদ্র এলাকা থেকে বহু দূরে আর্জেন্টিনার ভূখন্ডের অন্তর্গত জলভাগে৷
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্শনার ইতিমধ্যে একটি ডিক্রিতে সই করেছেন৷ এর ফলে আর্জেন্টিনার সমুদ্রভাগ দিয়ে ফকল্যান্ডস দ্বীপপুঞ্জে যাওয়ার আগে যে কোন জাহাজকে অনুমতি প্রার্থনা করতে হবে৷ আর্জেন্টিনার সমুদ্র উপকূল থেকে ফকল্যান্ডস ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত৷
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব বান সন্তুষ্ট যে, আর্জেন্টিনা এই দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সাথে বিরোধ শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলতে আগ্রহী৷ জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্ক লায়াল গ্র্যান্ট ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের উপর ব্রিটেনের সার্বভৌমত্বের কথা জোর দিয়ে বলেছেন৷
ল্যাটিন অ্যামেরিকান ও ক্যারিবিয়ান নেতারা চলতি সপ্তাহে বিরোধ দূর করতে ব্রিটেন আর আর্জেন্টিনাকে আলোচনায় বসার আহ্বান জানান৷ বুয়েনস আইরেস-এর প্রতি পূর্ণ সমর্থনও তাঁরা ব্যক্ত করেন৷
প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: সঞ্জীব বর্মন