প্লেন খারাপ, ট্রুডো এখনো ভারতে
১২ সেপ্টেম্বর ২০২৩ক্যানাডা থেকে ব্যাক আপ বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। তা দিয়ে বিমান সারাবার চেষ্টা হবে বলে সরকারি কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন। ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন। সারাতে অসুবিধা হলে ব্যাক আপ বিমানেই দেশে ফিরবেন তিনি।
সংবাদসংস্থা এএফপিকে দিল্লিতে ক্যানাডার দূতাবাসের তরফ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল ক্যানাডার বিমানবাহিনী করে। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি সারানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন।
ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারেন।
ক্যানাডার প্রধানমন্ত্রীর ভারত-সফর এবার খুব একটা মসৃন হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, ক্যানাডায় ভারত-বিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ দেখাতে দেয়া হচ্ছে। মোদী এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলছেন।
ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবার বলেছেন, ভারত ক্যানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
মোদী ও ট্রুডোর মধ্যে বৈঠকও হয়নি। দুজনে জি২০-র সাইডলাইনে কিছুক্ষণ কথা বলেন।
জিএইচ/এসজি(এএফপি, ব্লুমবার্গ, গর্ডিয়ান)