1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিকের আবর্জনা দিয়ে ঘর

সনিয়া শক / জেডএইচ১৬ নভেম্বর ২০১৩

মেক্সিকোর একটি কোম্পানি প্লাস্টিকের আবর্জনা প্রথমে মেশিন দিয়ে টুকরো টুকরো করে৷ তারপর সেটা গলিয়ে প্লেট তৈরি করে৷ এই প্লেট দিয়েই তৈরি হয় বাড়ি৷ কাঠ, ধাতু কিংবা কংক্রিটের বিকল্প হিসেবেও এই প্লেট ব্যবহার করা যেতে পারে৷

https://p.dw.com/p/1AILT
TO GO WITH Environment-US-Asia-ocean-waste-plastic,FEATURE by Guy Newey Doug Woodring, an entrepreneur and conservationist who lives in Hong Kong, displays rubbish on May 07, 2009 on a beach on the south side of Hong Kong which has been left uncleaned. A group of conservationists and scientists is due to set sail for an obscure corner of the Pacific Ocean in the coming months to explore a vast swirl of waste known as the "Plastic Vortex." The giant gloop -- which some scientists estimate is twice the size of Texas -- has been gradually building over the last 60 years as Asia and the United States tossed their unwanted goods into the ocean. AFP PHOTO/MIKE CLARKE (Photo credit should read MIKE CLARKE/AFP/Getty Images)
ছবি: MIKE CLARKE/AFP/Getty Images

কোম্পানির নাম কোয়াদ্রো ইকোলজিক্যাল সলিউশনস৷ এর প্রধান রামন মার্টিন এসোইনোসো বলেন প্লেটগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে বাড়ি নির্মাণ করা হয়৷ প্রায় দেড় টন প্লাস্টিক ময়লা দিয়ে ১৮ বর্গমিটারের একটি ঘর তৈরি করা যায়৷

প্লেট তৈরির জন্য কোম্পানির কর্মীরা আবর্জনার স্তূপ থেকে রিসাইকল করা যাবে এমন প্লাস্টিক খোঁজেন৷ এসোইনোসো বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য এমন পণ্য তৈরি করা, যেটা এখনকার দিনে খুবই জরুরি - অর্থাৎ ঘরবাড়ি৷ বিশেষ করে সমাজের দরিদ্র লোকেদের জন্য যাদের ভালভাবে বসবাস করার কোনো সুযোগ নেই৷''

৫৫ বর্গমিটারের একটি ঘর নির্মাণ করতে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয়৷ অন্য কোনো উপায়ে যেটা তৈরিতে চারগুণ ব্যয় হত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য