1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রোটিন নয়, ক্যালোরিই মেদ বাড়ানোর জন্য বহুলাংশে দায়ী

৫ জানুয়ারি ২০১২

কোন ধরণের খাবারে ফ্যাট বেশি? বা কোন ধরণের খাবার খেলে ওজন বাড়ে? মানুষ মোটা হয়? বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রোটিন জাতীয় খাবার নয় বরং ক্যালোরি সমৃদ্ধ খাবারই শরীরের ওজন বেশি বাড়ায়৷

https://p.dw.com/p/13dw6
ক্যালোরি সমৃদ্ধ খাবারই শরীরের ওজন বেশি বাড়ায়ছবি: Fotolia/Alexey Stiop

খাদ্য ও পুষ্টি নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় দেখা যাচ্ছে, যারা ক্যালোরি সমৃদ্ধ খাবার বেশি খায়, তাদের খাবারের তালিকায় ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে৷ কিন্তু তা তারা টের পায় না৷ অজান্তেই তাদের ওজন বাড়ে দ্রুত৷ অন্যদিকে যাদের খাবারের তালিকায় প্রোটিন খুব কম তাদের ওজন সহজে বাড়ে না৷ তারা সহজে যা টের পায় না তাহল তাদের পেশি শিথিল হয়ে যায়, পেশির জোরও কমে যায়৷

ডঃ জেমস লেভাইন মিনেসোটার মায়ো ক্লিনিক রচেস্টারে স্থূলতা নিয়ে গবেষণা করছেন৷ তিনি জানান,‘‘প্রোটিন কখনোই শরীরের মোটা করে না, ওজন বাড়ায় না৷ এই কাজগুলো করে ক্যালোরি৷''

অথচ এর আগে বেশ কিছু গবেষণায় জানানো হয়েছিল যে যত বেশি খাবে সে তত মোটা হবে৷ তবে তা অনেক ক্ষেত্রে মানুষের দেহের ক্যালোরি ক্ষয় হওয়ার ওপর নির্ভর করে৷ একেক জনের শরীর একেক রকম৷ একই ডায়েটে কার শরীরে কতটুকু ফ্যাট জমা হয় তা নির্ধারণ করা কঠিন৷

Gesalzen
ছবি: Fotolia/Birgit Reitz-Hofmann

সম্প্রতি লুইসিয়ানার পেনিংটন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ব্যাটন রুজের আরেকটি জরিপে আরেক বিশেষজ্ঞ ড. জর্জ ব্রে একটি পরীক্ষা চালিয়েছেন ২৫ জনের ওপর৷ এদের সবার বেশ ভাল স্বাস্থ্য৷ ডঃ ব্রে'র ল্যাবে তারা তিন মাস সময় কাটান৷ এবং ডঃ ব্রে'র দেয়া একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন৷ ড.ব্রে'র প্রথম কয়েক সপ্তাহ লাগে শুধু বের করতে যে, সুস্থ থাকতে, ওজন ঠিক রাখতে কার শরীরে কতটুকু পরিমাণে ক্যালোরি প্রয়োজন৷       

পরবর্তী আট সপ্তাহে এদের শরীরে প্রায় এক হাজার গ্রাম ক্যালোরি জমা হয়৷ এক তৃতীয়াংশকে স্ট্যান্ডার্ড ডায়েটে রাখা হয়৷ তাদের খাবার থেকে শতকরা ১৫ শতাংশ ক্যালোরি আসো প্রোটিন থেকে৷ অন্যদের দেয়া হয় আরেকটি ডায়েট৷ প্রোটিন জাতীয় খাবার থেকে তাদের শরীরে প্রতিদিন প্রায় ২৫ শতাংশ ক্যালোরি আসে৷ অর্থাৎ প্রতিদিন একদলের শরীরে আসে ৪৭ গ্রাম প্রোটিন, অন্যদলের ১৩৯ গ্রাম৷     

এই ডায়েটের ফলে সবারই ওজন বাড়ে কিন্তু ভিন্ন মাত্রায়৷ যারা স্বল্প প্রোটিন ডায়েটে ছিল তাদের শরীরে বাড়তি সাত পাউন্ড যোগ হয় অন্যদের ১৩ থেকে ১৪ পাউন্ড৷ অন্যদিকে দেখা গেছে যারা স্বল্প প্রোটিনের ডায়েটে ছিল তাদের শরীরে ৯০ শতাংশ ক্যালোরি ফ্যাট হয়ে জমেছে কিন্তু তাদের পেশীর জোর কমে গেছে, দুর্বল হয়ে গেছে৷ অন্যদের  পেশীতে জোর বাড়লেও তাদের শরীরে ফ্যাটও অন্যদের চেয়ে বেশি বেড়েছে বলে জানানো হয়৷

ব্রে আরো জানান, খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ কমালে ওজন কমে ঠিকই কিন্তু তাতে শরীরের ক্ষতিও হয়৷ শরীর প্রয়োজনীয় প্রোটিন হারায়৷ এটা ভাল লক্ষণ নয়৷ তবে আসল কথা হল, ক্যালোরি সমৃদ্ধ খাবার মাত্রাধিক খেলে ওজন বাড়বে, শরীর মোটা হবে – সে বিষয়ে কোন সন্দেহ নেই৷ যে ধরণের ডায়েট অনুসরণ করা হোক না কেন যদি তা ক্যালোরি সমৃদ্ধ হয় তাহলে যে কোন শরীরেই বাড়তি ওজন যোগ হবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য