প্রীতি ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে জার্মানির জয়
৩০ মে ২০১১তবে ম্যাচটি যে খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল তা বলা যাবে না, প্রীতি ম্যাচ বলেই হয়তো৷ ম্যাচটিতে দুই দলই অল্প কিছু সুযোগ পেয়েছে এবং তা থেকে জার্মানি বেশি ফায়দা তুলতে পেরেছে৷ খেলার ২০ মিনিটের মাথাতে প্রথম গোলটি করেন বায়ার্ন মিউনিখের মারিও গোমেজ৷ উরুগুয়ের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান গোমেজ, এরপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার গোল করেন তিনি৷ এরপর ৩৫ মিনিটের মাথায় আবারও এগিয়ে যায় ইওয়াখিম ল্যোভের দল৷ এবার গোল করেন তরুণ খেলোয়াড় আন্দ্রে শুরলে৷ মেসুট ওৎসিলের কাছ থেকে বল পেয়ে উরুগুয়ের জালে বল জড়িয়ে দেন তিনি৷ তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে এসে প্রথম গোল পেলেন শুরলে৷ প্রথমার্ধ শেষ হয় ২-০ তেই৷ দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র তিন মিনিটের মাথায় একটি গোল শোধ করে দেয় উরুগুয়ে৷ জার্মানির পেনাল্টি বক্সে বল পেয়ে যান উরুগুয়ের মিডফিল্ডার ওয়াল্টার গার্নাগো, তার শট ঠেকাতে পারেননি মানুয়েল নয়ার৷ এর আগে অবশ্য আরও একটি গোল করেছিল উরুগুয়ে৷ দিয়েগো ফোরলানের শটটি নয়ার ঠেকানোর চেষ্টা করলেও তা গোল লাইনের ভেতরে চলে যায়৷ তবে লাইন্সম্যান সেটিকে অফ সাইডের পতাকা তুললে রক্ষা পায় স্বাগতিকরা৷
উল্লেখ্য, আগামী শুক্রবারই ভিয়েনাতে অস্ট্রিয়ার বিপক্ষে ইউরো কাপের বাছাইপর্বে নামছে জার্মানি৷ এরপর আগামী ৭ জুন ম্যাচ রয়েছে আজারবাইজানের বিপক্ষে৷ অন্যদিকে উরুগুয়ে প্রস্তুতি নিচ্ছে আগামী কোপা আমেরিকা কাপের, যা আগামী ১ জুলাই শুরু হবে আর্জেন্টিনাতে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক