প্রাথমিকের ছাত্রদের পড়াবে সিভিক ভল্যান্টিয়ার?
১৬ মার্চ ২০২৩প্রাথমিক স্তরের যে শিশুরা অঙ্ক এবং ইংরাজিতে পিছিয়ে পড়েছে, তাদের বিশেষ ক্লাস করানো হবে। আর সেই ক্লাস করাবেন সিভিক ভল্যান্টিয়াররা। রাস্তাঘাটে পুলিশকে সহযোগিতা করতে দেখা যায় যাদের। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই প্রকল্প ঘোষণা করেছিলেন বাঁকুড়ার পুলিশ। প্রকল্পের নাম অঙ্কুর।
এবিষয়ে জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেছেন, মোট ১৫০ জন সিভিক ভল্যান্টিয়ারকে নির্বাচন করা হয়েছে। স্কুল শেষের পর তারা বিভিন্ন জায়গা্য় পিছিয়ে পরা ছাত্রদের অঙ্ক এবং ইংরাজিতে সাহায্য করবে। পুলিশ সুপার জানিয়েছেন, বেসরকারি সংস্থাটি সিভিক ভল্যান্টিয়ারদের পড়ানোর প্রশিক্ষণ দেবে।
বাঁকুড়ার মোট ৪৬টি স্কুলে এই শিবির হবে বলে তিনি জানান। সব মিলিয়ে কেন্দ্রের সংখ্যা ৫৫। জঙ্গলমহলে সবচেয়ে জোর দেওয়া হবে বলে তিনি জানান।
খবর জানাজানি হতেই সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। সিভিক ভল্যান্টিয়াররা কীভাবে ছাত্রদের পড়াবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেছেন, "সিভিক ভল্যান্টিয়ার অঙ্ক আর ইংরাজি শেখাবে, এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?”
এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টি সরকারের কিছু জানা ছিল না। যারা এর আয়োজন করেছন, তাদের আলোচনার জন্য ডাকা হয়েছে। আপাতত প্রকল্প স্থগিত রাখতে বলা হয়েছে।
এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)