1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গণতান্ত্রিক চর্চায় ওদের সাথে বাংলাদেশের তুলনা হয় না’

সমীর কুমার দে ঢাকা
৬ নভেম্বর ২০২০

মার্কিন নির্বাচনেও এবার বাংলাদেশের মতো নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে৷ আমেরিকার নির্বাচনে কি কারচুপি সম্ভব?

https://p.dw.com/p/3kwi7
Julhas Alam, Associated Press-Korrespondent in Bangladesch (Samir Kumar Dey)
ছবি: privat

মার্কিন বার্তা সংস্থা এপির বাংলাদেশ ব্যুরো চীফ জুলহাস আলম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, প্রতিষ্ঠানিক গণতান্ত্রিক চর্চায় মার্কিনীদের সঙ্গে আমাদের কোন তুলনা হয় না৷ মার্কিন গণতন্ত্র শক্ত ভিতের উপর দাঁড়িয়ে, আর আমাদের এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানই দাঁড়ায়নি৷ তাই আমাদের এখানের মতো ওখানে সরাসরি কারচুপিও সম্ভব না৷   

ডয়চে ভেলে : মার্কিন নির্বাচন তো শেষ হল৷ ট্রাম্প তো কারচুপির অভিযোগ করেছিলেন? আসলে কি সেখানে কারচুপি করা সম্ভব?

জুলহাস আলম : কারচুপির অভিযোগ বলতে তিনি যেটা বলেছেন যে, তিনি প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন কাউন্টিং বন্ধ করার জন্য৷ আমি যেটা বুঝতে পেরেছি, আউটস্টান্ডিং যে ভোট আছে সেগুলোর কাউন্টিংটা বন্ধ করার জন্য বলেছেন৷ কারচুপির সুযোগ আছে কি-না সেটা নিয়ে বিতর্ক আছে৷ আগেরবারও কিন্তু হিলারি-ট্রাম্প ভোটে নানা ধরনের বিতর্ক এসেছে, অভিযোগ এসেছে৷ তখন বলা হয়েছিল, রাশিয়ান হ্যাকাররা সেটা ম্যানিপ্যুলেট করেছিল৷ আমেরিকার কারচুপির অভিযোগ আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ বা উন্নয়নশীল দেশে যে কারচুরির অভিযোগ তার ধারণার সঙ্গে কিন্তু মিলবে না৷ আমেরিকাকে সরাসরি কারচুরি করা যায় এমন কিছু কিন্তু আমার জানা নেই৷ 

মার্কিন নির্বাচনের সঙ্গে ইউরোপ বা বাংলাদেশের নির্বাচনের তুলনা করতে বলি, তাহলে কিভাবে ব্যাখা করবেন?

মার্কিন নির্বাচনটা অনেকটা পপ কালচারের মতো৷ যেমন মাইকেল জ্যাকসন জনপ্রিয় পপ তারকা ছিলেন৷ তিনি যখন কনসার্ট করতেন তখন যে ধরনের আয়োজন, আনন্দ বা এক ধরনের শোঅফ করার বিষয় থাকে৷ সেনসেশন ক্রিয়েট করার বিষয় থাকে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা কিন্তু অনেকটা তাই৷ সেজন্য সারা বিশ্বের নজর সেদিকে থাকে৷ তবে তাদের নির্বাচনের সঙ্গে তুলনা কতটুকু করা যায় সেটা বলা মুশকিল৷ মার্কিন নির্বাচনে যে ধরনের প্রচারনা দেখা যায়, ইউরোপীয় নির্বাচনে কিন্তু সে ধরনের প্রচারণা দেখা যায় না৷ এখানে কিছুটা নিরবে নির্বাচন হয়,খুব বেশি ফিল করা যায় না৷ আর আমেরিকার নির্বাচন মানে হৈ হুল্লোর৷ এমন একটা ভাব তারা তৈরী করে যে, এটা বিশ্ব নির্বাচন! আসলে তারা শোঅফ করতে চায় তারা যে বিশ্বের বড় শক্তি৷ আমেরিকার মতো ইউরোপের নির্বাচন কিন্তু অতটা উচ্চকিত না৷ সেই জায়গা থেকে ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের নির্বাচনটা একটু ভিন্ন৷ এবার যেটা দেখলাম ট্রাম্প যে অভিযোগ করছেন কারচুপি বা অন্যসব বিষয়ে এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের দেশে দেখা যায়৷ আবার তার দাবিও সরাসরি নাকোচ করে দিচ্ছে সিএনএন বা বিশ্লেষকেরা৷ 

‘মার্কিন নির্বাচনটা অনেকটা পপ কালচারের মতো’

বাংলাদেশেও তো এই ধরনের অভিযোগ পাওয়া যায়? এখানে ভোটে আসলে কিভাবে কারচুপি হয়?

বাংলাদেশে সব সময় ভালো নির্বাচন হয়েছে সেটা বলার কোন কারণ নেই৷ সত্যি কথা বলতে গেলে সর্বশেষ গত দু'টি নির্বাচন তো এখানে হয়নি৷ যেটি বলা হয়, গত নির্বাচনে আগের রাতে ভোট হয়ে গেছে৷ এসব অভিযোগ অনেকাংশে সত্যি৷ সাংবিধানিক ধারাবাহিকতা বা বিরোধী দলের দূর্বলতার কারণে এটি চ্যালেঞ্জ করা যায়নি৷ ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটা মেনে নিয়েছে৷ কারণ আমি যেটা মনে করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অপেক্ষাকৃত বেশি আস্থা থেকেই হয়তো তারা এটা মেনে নিয়েছে৷ মুসলিম দেশ সৌদিআরব, চীন, আমেরিকা বা ইউরোপ তারা কিন্তু এটা মেনে নিয়েছে৷ আবার দেখেন ২০০৮ সালে খুব ভালো নির্বাচন হয়েছে৷ বা ১৯৯৬ সালেও ভালো নির্বাচন হয়েছে৷ ২০০১ সালের নির্বাচন নিয়ে কিছু বিতর্ক আছে৷ সংখ্যালঘুদের উপর অত্যাচার-নির্যাতন হয়েছে৷ সর্বশেষ ২০১৪ ও ২০১৮ সালে যে নির্বাচন হয়েছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে৷ আমি মনে করি, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্রতিষ্ঠান বিশেষ করে নির্বাচন কমিশন তারা কিন্তু তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারিনি৷ এটা আমাদের স্বীকার করতে হবে৷

ইউরোপ আমেরিকার সঙ্গে বাংলাদেশের তুলনা করে যদি জানতে চাই নির্বাচনে কারচুপি রোধ করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়?

ওই সব দেশে তো গণতন্ত্র একটা শক্ত ভীতের উপর দাঁড়িয়ে আছে৷ আমেরিকার নির্বাচন দেখে মনে হতে পারে প্রেসিডেন্টই সব, আসলেই সব৷ কিন্তু এর পেছনে তাদের যে নির্বাচনী ব্যবস্থা সেটা কিন্তু অত্যন্ত শক্ত৷ তাদের যে মনিটরিং সিস্টেম সেখানে যা ইচ্ছে তাই করার কোন সুযোগ নেই৷ হ্যাঁ ওখানে কাঁদা ছোড়াছুড়ি হচ্ছে, নোংড়ামি হচ্ছে৷ এক ধরনের উগ্রবাদিতা ব্যবহার করা হচ্ছে৷ একটা উন্নত সোসাইটির কাছ থেকে আমরা এটা আশা করি না৷ কিন্তু আমাদের এখানে যেটা হয়, সেটা একেবারে সরাসরি৷ এর মধ্যে কোন চক্ষুলজ্জা থাকে না, কোন ধরনের নিয়ম নীতির বালাই থাকে না৷ আরেকটা জিনিস বলা হচ্ছে, সুপ্রিম কোর্টে নয়জন বিচারপতির মধ্যে সম্প্রতি ট্রাম্প তিন জন নিয়োগ দিয়েছে৷ এখানেও কারচুপির করার কথা হচ্ছে৷ তারপরও সেখানে কিন্তু ঢালাও ভাবে কারচুপির কোন সুযোগ নেই৷ ইউরোপেও সেই সুযোগ নেই৷  ভারতেও নির্বাচনকেন্দ্রিক যে গণতন্ত্রের চর্চা সেটাও কিন্তু আমাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে৷ 

ভোটের দিন বাংলাদেশে ভোটারদের বাধা দেওয়ার একটা প্রবণতা আমরা দেখি, আমেরিকাতেও তো ভোটারদের ফোন করে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে?

অনেক খারাপ এলিমেন্ট তো সেখানে আছে৷ কিন্তু ফোন করা হলেই যে আমেরিকার ভোটারেরা যাবে না, সেটা কিন্তু না৷ আপনি দেখেছেন, কোটি কোটি ভোট ডাকযোগে এসেছে৷ এটা কি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে পারি? ভোট শেষ হওয়ার তিন দিন পরও যদি কোন ভোট আসে এবং সেটি যদি মঙ্গলবার সিলগালা হয়ে থাকে তাহলেও সেটা গ্রহণ করা হবে৷ এটা কি আপনি বাংলাদেশে কল্পনা করতে পারেন? কিছু দুষ্টু লোক সব জায়গাতেই থাকে৷ আমি মনে করি, প্রাতিষ্ঠানিক যে গণতান্ত্রিক চর্চা সেটিতে তাদের সঙ্গে আমাদের কোন তুলনা হয় না৷

আমেরিকায় তো মিডিয়া সরাসরি কোন একটি দলের পক্ষ নেয়? বাংলাদেশে তো মিডিয়া নিরপেক্ষ ভূমিকায় থাকে? নাকি কারো পক্ষে যেতে বাধ্য হয়?

আমি মনে করি না যে, বাংলাদেশের মিডিয়া নিরপেক্ষ থাকে৷ আসলে বাংলাদেশের মিডিয়ার সে পরিপক্কতা আসেনি৷ এটা হচ্ছে বাস্তবতা৷ আমেরিকার মিডিয়া বা উন্নত বিশ্বের মিডিয়া তাদের একটা স্বাধীনতা আছে৷ আপনি কি কল্পনা করতে পারেন ট্রাম্প তো এখনো প্রেসিডেন্ট তিনি যখন বলছেন আমি জিতে গেছি তখন সঙ্গে সঙ্গে আমেরিকার মিডিয়া বলছে, তিনি ফলস ক্লেম করেছেন৷এটা কি ভাবা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে৷ ওদের মিডিয়া অনেক বেশি স্বচ্ছ৷ ওদের মিডিয়ার দায়বদ্ধতা আছে জনগণের কাছে৷ আমাদের দেশে একটা পার্টির টাকা কোথা থেকে আসছে আমরা জানি? ওদের ওখানে সে সুযোগ নেই৷ তারা ঘোষণা দেয়৷ ওদের মিডিয়া বিভিন্ন ধরনের যুক্তিসঙ্গত কারণে সাপোর্ট দেয়৷ এটা তাদের সততা৷ আমাদের এখানে সেই সুযোগই নেই৷

বাংলাদেশের মিডিয়া নির্বাচনে কী কোন প্রভাব বিস্তার করে?

অবশ্যই করে৷ আপনি গত কয়েক নির্বাচনের দিকে তাকালে দেখবেন অবশ্যই করে৷ বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীতেই করে৷ এখানকার মালিকেরা সরাসরি রাজনৈতিকভাবে বা ব্যবসা বানিজ্যসহ নানাভাবে তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত৷ ফলে তারা এর বাইরে যেতে পারে না৷ আমাদের মিডিয়ার সেই স্বাধীনতা নেই বা সেই পরিপক্কতা এখনো আসেনি৷

মার্কিন নির্বাচনেও সংঘাত হচ্ছে, বাংলাদেশেও সংঘাত হয়, পার্থক্য কি?

মার্কিন নির্বাচনে আশঙ্কা আছে, কিন্তু এখনো তেমন কিছু ঘটেনি৷ আমাদের এখানে সন্ত্রাস সবার চোখের সামনে হয়৷ ওখানে সন্ত্রাস করে খুব বেশি পার পাওয়ার সুযোগ নেই৷ এখানে যারা ক্ষমতায় থাকেন বা যাদের জোর আছে তারা যা ইচ্ছে তাই করার জন্য মাঠে নেমে যান৷ ওখানে যা ইচ্ছে তাই করে ফেলা সম্ভব না৷ 

নির্বাচনে সহিংসতার আশঙ্কায় হোয়াইট হাউজ বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে? অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র কিনেছেন৷ বাংলাদেশেও তো এরকম পরিস্থিতি হয় না?

আগে কিন্তু এমন কথা শোনা যায়নি৷ এর পেছনে ট্রাম্পের উগ্রবাদ বলব না, তার অতি জাতীয়তাবাদী মনোভাব বা সেটা উষ্কে দেওয়ার বিষয় আছে৷ আমি মনে করি, এটা ট্রাম্পের একটা কৌশলও৷ ট্রাম্প নোংরা গেম খেলছেন৷ ওখানে হোয়াইট হাউজে কেউ চট করে হামলা করবে সে সুযোগ নেই৷ নিরাপত্তা ব্যবস্থা ততটাই শক্তিশালী৷ আমার কেন জানি মনে হয়, এটা ট্রাম্পের একটা কৌশল৷ এগুলো করে তিনি ভোট টানতে চেয়েছেন৷