প্রাণীদের সঙ্গে মোলাকাতে ভ্রমণ
পর্যটন এখন আর কেবল কোথাও বেড়াতে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই৷ অনেকেই এখন বিশেষ উদ্দেশ্য নিয়ে পর্যটনে যান৷ কেউ প্রকৃতির সঙ্গে সময় কাটাতে, কেউ ইতিহাস জানতে, কেউ ছবি তুলতে বা আঁকতে, আবার কেউ নানা প্রাণী দেখতে৷
কুকুর নিয়ে ভ্রমণ
ভ্রমণে প্রাণীদের নিয়ে চলাফেরা করা বেশ মুশকিলের কাজ৷ খরচের পাশাপাশি কাগজপত্রের ঝামেলাও অনেক৷ তবে মানুষের সবচেয়ে ভালো বন্ধু কুকুর নিয়ে ঘুরতে পারাটা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তুলনামূলক কম জটিল৷ অনেক দেশে কুকুর নিয়ে বাসায় থাকারও ব্যবস্থা রয়েছে৷ জার্মানিতে শুধু কুকুরের জন্য আলাদা সমুদ্রসৈকতও রয়েছে৷
বনের মধ্যে ঘোড়ায় সওয়ার
জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের মতো ইউরোপের অনেক দেশে ট্রেল রাইডিং রুট রয়েছে। ঘোড়াপ্রেমীদের জন্য কয়েক দিনের যাত্রা করা সুযোগ থাকছে এসব ট্রেইলে৷ তবে সেজন্য সওয়ারি এবং ঘোড়া, উভয়কেই প্রশিক্ষিত হতে হয়৷ অনেক ট্রেইলে ঘোড়া এবং সওয়ারির রাত্রিযাপনের জন্য আলাদা ব্যবস্থাও থাকে৷
লামাদের সঙ্গে পর্বতারোহণ
লামাদের আদি বাস দক্ষিণ অ্যামেরিকার আন্দিজ পর্বতমালার উঁচু পাহাড়-পর্বতে। তবে ইউরোপের পর্বতারোহীদের কাছেও সঙ্গী হিসাবে লামার কদর দিনদিন বেড়ে চলেছে৷ এমনকি অস্ট্রিয়ার আল্পসেও একন লামাদের ঘুরে বেড়াতে দেখা যায় (ছবিতে)। তবে এই প্রাণী বাসায় পোষার অনুমতি নেই৷
প্রাণীর কল্যাণ
পর্যটক হিসাবে প্রাণীদের সঙ্গে দেখা হলে, সর্বদাই তাদের কল্যাণের কথা মাথায় রাখা উচিত। পর্যটন শিল্পে প্রাণীদের কতটা দুর্ভোগ পোহাতে হয়, এর অন্যতম উদাহরণ গ্রীক দ্বীপ সান্তোরিনিতে ব্যবহৃত গাধা। প্রচণ্ড গরমে খাড়া পথে পর্যটকদের বহন করার জন্য গাধা কাজে লাগানো হয়৷ প্রাণী কল্যাণ সংগঠনগুলো বছরের পর বছর ধরে এই ব্যবসা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে৷ তবে এখনও কোনো সফলতা আসেনি৷
জার্মানিতে ধূসর সিল পর্যবেক্ষণ
জার্মানির উত্তর সাগরের দ্বীপ হেলগোল্যান্ড ইউরোপে ধূসর সিলদের বৃহত্তম আবাসস্থল। ডিসেম্বরে দ্বীপের বালির ধারে বাচ্চাদের জন্ম হয়। সাদা, তুলতুলে পশম ঠাণ্ডা থেকে রক্ষা করে নবজাতকদের। ৩০ মিটার দূর থেকে নবজাতকদের দেখার সুযোগ দেয়া হয় পর্যটকদের৷
পাখি দেখা
অনেক পর্যটকই কাক-ডাকা ভোরে বা সন্ধ্যার সময় পাখি দেখতে বের হন৷ কারো কারো কাছে এমন আচরণ অদ্ভুত লাগতে পারে, কিন্তু পাখিপ্রেমদের কাছে এটা নির্মল আনন্দ৷ পরিযায়ী পাখিদের দেখার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে ইউরোপের নানা জায়গায়৷ জার্মানিতে সারস বা আইসল্যান্ডে পাফিন দেখতে অনেকেই জড়ো হন৷
তিমি দেখা
আয়ারল্যান্ডের উপকূল, পর্তুগালের আজোরের পাশে অথবা আইসল্যান্ডের উপকূলে সহজেই তিমির পাওয়া যায়৷ কিন্তু যেখানেই যান না কেন, তিমির দেখা পাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে গ্রীষ্মকাল৷ সতর্ক থাকতে হবে, যাতে আপনার আচরণে তিমিরা বিরক্ত না হয়৷ পর্যটন আয়োজনকারীরা এজন্য বেশিরভাগ ক্ষেত্রেই পরিবেশবান্ধব এবং কম শব্দ করা নৌকা তৈরি করেন৷
ভালুক দেখা
মোবাইল ফোন বন্ধ রাখুন, মুখ বন্ধ রাখুন, বেশি নড়াচড়া করবেন না- এগুলো হচ্ছে ভালুক দেখতে যাওয়ার অন্যতম কিছু শর্ত৷ স্লোভেনিয়ায় ইউরোপের সবচেয়ে বেশি বাদামি ভালুক বাস করে, অন্তত দেড় হাজার৷ ফলে অন্য যেকোনো দেশের চেয়ে স্লোভেনিয়ায় ভালুকের দেখা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি৷ তবে সেজন্য কোসেভস্কোর বনে তাদের প্রাকৃতিক আবাসস্থলে আপনাকে যেতে হবে একজন রেঞ্জার বা গাইডকে সঙ্গে নিয়ে৷
কুকুর টানা গাড়ি
ডগ স্লেজিং দলের সঙ্গে আশপাশের প্রকৃতি ঘুরে দেখতে পারেন ফিনল্যান্ড বা নরওয়েতে৷ কিভাবে হাস্কি কুকুরদের যত্ন নিতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয় এবং কিভাবে গাড়ি চালাতে হয়, এর সবই চাইলে কাছ থেকে দেখে শিখতে পারবেন আপনি৷ ভাগ্য ভালো থাকলে বাড়তি আনন্দ হিসাবে রাতের আকাশে মেরুজ্যোতির দেখাও মিলতে পারে৷
চিড়িয়াখানা এবং অ্যাকোয়ারিয়াম
ইউরোপের অনেক শহরে দর্শনার্থীদের বড় আকর্ষণগুলির মধ্যে রয়েছে চিড়িয়াখানা এবং অ্যাকোয়ারিয়াম। ভিয়েনার শোনব্রুন চিড়িয়াখানা একাধিকবার ইউরোপের সেরা চিড়িয়াখানা হিসাবে মনোনীত হয়েছে। ভ্যালেন্সিয়ায় ইউরোপের বৃহত্তম অ্যাকোয়ারিয়াম ল'ওশেনোগ্রাফিক সব বয়সি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান।