1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণভয়ে দল ছেড়ে পালানোয় হায়দারের জরিমানা

১৮ জুন ২০১১

প্রাণভয়ে দল ছেড়ে পালিয়ে জরিমানার শাস্তি পেলেন পাকিস্তান ক্রিকেট দলের উইকেট রক্ষক জুলকারনাইন হায়দার৷ পাকিস্তান ক্রিকেট পরিষদ - পিসিবি’র তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে শাস্তি মাথা পেতে নিলেন হায়দার৷

https://p.dw.com/p/11eZT
ক্রিকেট বেটিং নিয়ে উত্তাল হয়ে উঠেছিল পাকিস্তান (ফাইল ছবি)ছবি: AP

গত নভেম্বরে দুবাইয়ের হোটেল থেকে চুপ করে পালিয়ে যান জুলকারনাইন হায়দার৷ নির্ধারিত খেলা বাদ দিয়ে উড়ে যান লন্ডন৷ যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন৷ তাঁর এসব আচরণের কারণ হিসেবে উল্লেখ করেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পাতানো খেলায় রাজি হতে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে৷ একই কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা করেন মাত্র ২৫ বছর বয়সি এই ক্রিকেটার৷ এছাড়া ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হায়দার হুমকি ছুঁড়ে দিয়েছিলেন যে, পাতানো খেলার সাথে জড়িত বেশ কিছু খেলোয়াড়ের নামও বলতে পারবেন তিনি৷

হায়দারের এমন চাঞ্চল্যকর ঘটনা পাকিস্তানের ক্রিকেট জগতে বড় একটা ধাক্কা দেয়৷ শেষ পর্যন্ত পাকিস্তান সরকার তাঁকে নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলে গত এপ্রিল মাসে দেশে ফেরেন তিনি৷ শুক্রবার পিসিবি'র সামনে নিজের ভুল স্বীকার করেন হায়দার৷ হঠাৎ করে দল ছেড়ে যাওয়ার অপরাধ স্বীকার করে ক্ষমা চান৷ ফলে হায়দারের স্বীকারোক্তির পর পিসিবি তাঁকে পাঁচ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেন৷ যা প্রায় ৫,৮০০ ডলারের সমান৷ এছাড়া আগামী এক বছরের জন্য বিশেষ পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে৷ এসময়ে নিজেকে আবারো বিশ্বস্ত এবং যোগ্য হিসেবে প্রমাণ করতে পারলে হয়তো আবারো জাতীয় দলে ফিরতে পারবেন হায়দার৷ হায়দারের এসব শাস্তির খবর জানালেন শৃঙ্খলা কমিটির প্রধান সুলতান রানা৷

এর একদিন আগে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে চুক্তি ভঙ্গের দায়ে ৪৫ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি৷ আফ্রিদির মতোই হায়দারও এবার স্বীকার করলেন নিজের অপরাধের কথা এবং শাস্তি মেনে নিলেন৷ পিসিবি'র এই রায়ের পর হায়দার সাংবাদিকদের বলেন, ‘‘আমি মেনে নিচ্ছি যে, এটা আমার ভুল ছিল৷ তবে সেসময় যা করা সঠিক বলে মনে হয়েছিল, আমি তা-ই করেছিলাম৷ সময়ের ব্যবধানে আমি নিজের ভুল বুঝতে পেরেছি এবং আর কখনও এমনটি ঘটবে না৷'' আবারও দলে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন হায়দার৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়