প্রশাসনিক কাজে এআই ব্যবহার করছে হামবুর্গের স্থানীয় সরকার
২৩ ডিসেম্বর ২০২৪এদিকে, জার্মানির হামবুর্গের স্থানীয় প্রশাসন তাদের নিজস্ব এআই সিস্টেম পরীক্ষা করে দেখছে৷ ফলে ১০০ পাতার কোনো লেখা থেকে এক পাতার সারসংক্ষেপ পাওয়া সম্ভব হচ্ছে৷
চ্যাটজিপিটির কারণে আজকাল জাহাজের একটি ছবি তোলার পরই আপনার স্মার্টফোন ট্যুর গাইডে পরিণত হচ্ছে৷ এটা এমনকি কথাও বলতে পারে৷
একটা অপরিচিত ছবি, প্রায় যে-কোনো ভাষায় একটি প্রশ্ন - এবং আপনার স্মার্টফোন কাজ শুরু করে দেয়৷ কারণ, ব্যাকগ্রাউন্ডে একটি এআই প্রোগ্রাম ইন্টারনেটে উত্তর খোঁজা শুরু করে৷
প্রায় দুই বছর আগে এআই আরও একধাপ এগিয়ে যায়৷ এআই এখন শুনতে, ছবি তৈরি ও চাহিদা অনুযায়ী টেক্সট লিখতে পারে৷ সময়ের সঙ্গে স্মার্টফোন ব্যক্তিগত সহকারী হয়ে উঠছে৷
এতদিন অ্যাপল এক্ষেত্রে পিছিয়ে ছিল৷ তবে ২০২৪-এর গ্রীষ্মে তারা নিজেদের এআই প্ল্যাটফর্ম চালু করেছে৷ এআই দিয়ে যা করা সম্ভব তার অনেককিছু এতে আছে৷ যেমন লিখিত টেক্সট থেকে ছবি তৈরি করা যেতে পারে৷ একটি গল্প থেকে গুরুত্বপূর্ণ অংশ তুলে পরামর্শ দিতে পারে এআই৷
ইমোজির ক্ষেত্রেও একই কথা৷ চ্যাটের উপর নির্ভর করে ইমোজি তৈরি করা যায়৷ তাই এগুলোকে জেন-মোজি বলা হচ্ছে৷
হামবুর্গের এআই সেন্টার এর অ্যালোইস ক্রিটিল বলেন, ‘‘গত দুই বছরের সবচেয়ে বড় উদ্ভাবন হলো, আমাদের আর সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে হবে না, বা সেগুলোর ব্যবহার শিখতে হবে না৷ কারণ, এখন এআই সিস্টেমই আমাদের সঙ্গে মানিয়ে চলছে৷''
অ্যাপল তার কনসেপ্টকে বলছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স'- একধরনের ব্যক্তিগত সহকারী, যেটি আপনার গত সপ্তাহের চ্যাটের সঙ্গে আজকের অ্যাপয়েন্টমেন্টের সম্পর্ক গড়ে ধারণা দিতে পারে যে, আজ সন্ধ্যায় আপনি কনসার্টে যাওয়ার সময় পথে যানজটে পড়বেন৷
এটি মেসেজ, ইমেল, ইন্টারনেট ও আপনার নিজস্ব ক্যালেন্ডার থেকে তথ্য সংগ্রহ করে৷ অনেকটা স্মার্টফোনে কো-পাইলট থাকার মতো৷
ক্রিটিল বলেন, ‘‘এই ট্রেন্ড চলতেই থাকবে৷ আমাদের দক্ষতা বাড়ায় এমন কো-পাইলট ও অ্যাসিস্টেন্স সিস্টেমের সংখ্যা আরও বাড়বে৷’’
অনেক সময় ও শক্তি ক্ষয় হয়, এমন একঘেয়েমিপূর্ণ কাজের ক্ষেত্রে এগুলো সহায়ক হতে পারে৷
তবে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে৷ কারণ, ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য শেয়ারের বিষয়ে ‘হ্যাঁ' বলতে পারেন৷
অ্যাপলের দাবি, তাদের এআই সিস্টেম ব্যবহার নিরাপদ এবং এতে গোপনীয়তা বজায় থাকবে - এমনকি জটিল কাজ সম্পাদন করতে ক্লাউড ব্যবহার হলেও৷
হামবুর্গের সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গবেষকেরা পরবর্তী প্রজন্মের পার্সোনাল এআই নিয়ে কাজ করছেন৷ এটি আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে ও কোনো কিছু চিনতে স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করতে সক্ষম হবে৷ যেমন এটি বলতে পারবে, আপনি আপনার চশমাটি কোথায় রেখেছেন৷
ক্রিটিল বলেন, ‘‘ধরুন, আমি একটি শহরে হাঁটছি, কিংবা কোনো বাধা ছাড়াই ঢোকা যায় এমন সাবওয়ে খুঁজছি৷ এক্ষেত্রে এআই আমাকে সাহায্য করতে পারে, অনেকটা দ্বিতীয় এক জোড়া চোখের মতো, আমাকে বলতে পারে, আমাকে কোথায় যেতে হবে৷’’
এটি অনেকটা পকেটে ব্যক্তিগত ভার্চুয়াল সহকারী রাখার মতো হবে৷
হামবুর্গের স্থানীয় সরকার নিজেদের তৈরি একটি জেনারেটিভ এআই প্রোগ্রাম পরীক্ষা করে দেখতে একটি পাইলট প্রকল্প শুরু করেছে৷ এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বা এলএলএম, প্রশাসনিক কাজের জন্য তৈরি৷ এর নাম এলএলমইন, প্রায় ৪০০ কর্মী এটি ইতিমধ্যে ব্যবহার করছে৷
হামবুর্গের আইটি ও ডিজিটাইজেশন অফিসের কর্মী আনিকা বুজে বলেন, ‘‘প্রশাসক হিসেবে আমাদের অনেক দীর্ঘ লেখা পড়তে হয়৷ এলএলমইন এর কারণে কাজটা দ্রুত হয়৷ আমরা এতে ১০০ পাতা দিলে এআই আমাকে সেখান থেকে এক পাতার সারসংক্ষেপ করে দেয়৷ ফলে আমি বাকি সময়টা মানুষকে সেবা দিয়ে কাটাতে পারছি৷’’
অ্যাপলের নতুন এআই এর মতো এলএলমইন নির্দিষ্ট কিছু তথ্য পড়তে পারে৷ তবে একটি বড় পার্থক্য আছে- হামবুর্গের প্রোগ্রামটি সব কম্পিউটারে কাজ করে, আর অ্যাপলের সিস্টেমটি শুধু সর্বাধুনিক স্মার্টফোনে কাজ করে৷ এছাড়া এখনও সব দেশে এটি কাজ করছে না৷ জার্মানিতে আসবে ২০২৫ সালে৷
স্ফেন রিকেন/জেডএইচ