1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রমীলা বিশ্বকাপ: জার্মানির পর এবার ব্রাজিলেরও বিদায়

১১ জুলাই ২০১১

রবিবার শেষ দু’টো কোয়ার্টার-ফাইনালে সুইডেন প্রত্যাশা মতোই হারিয়েছে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে৷ ব্রাজিল হারে পেনাল্টি শুটআউটে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, ৫-৩ গোলে৷

https://p.dw.com/p/11smX
জান লড়িয়ে খেলেছেন ব্রাজিলের মার্টা (ওপরে)ছবি: dapd

মার্টা, ক্রিস্টিয়ানে থাকতেও ব্রাজিল হারল কি করে?

ডায়ানে ছিল বলে৷ চার মিনিটের মাথায় সে'ই তো সম্পূর্ণ অনর্থক একটা সেমসাইড গোল করে খেলাটার জাত মেরে দিল৷ তার ওপর আবার পেনাল্টি শুটআউটে ব্রাজিলের হয়ে মিস করল সে'ই৷ বলতে কি, ব্রাজিলের কোচ জেনেশুনেও যে ডায়ানে'কে পেনাল্টি নেওয়ার সুযোগ দিলেন কেন, সেটাই অবোধ্য৷ তা'হলে কি একটি মেয়ের দোষে ব্রাজিল হারল? তা'ও আবার ক্রিস্টিয়ানে মার্টা'র অসাধারণভাবে সংগ্রহ করা পেনাল্টিটা নষ্ট করার পরে - যদিও রেফারি মেল্কসহ্যাম সেই পেনাল্টিই আবার রিপিট করিয়ে মার্টা'কে ইকোয়ালাইজ করার সুযোগ দেন৷ আসলে ব্রাজিল হেরেছে সুযোগ নষ্ট করার ফলে - ও রোগটা মাঝেমধ্যে ওদের পুরুষ দলেও দেখা যায়, সবাই শিল্পী কিনা, তাই হয়তো মুডি৷

Flash-Galerie Frauen-Fußball-WM Viertelfinale 2011 Brasilien - USA
পেনাল্টি শ্যুটে বিজয়ের পর মার্কিন দলের উচ্ছাসছবি: picture-alliance/dpa

মার্টা'র খেলা মানেই মুগ্ধতা

ওর পর্যায়ের প্রমীলা ফুটবলার যে কোনোদিন জন্মাবে, সেটাই আমাদের প্রজন্মের দর্শকরা ভাবতে পারেনি৷ গতকালও মার্টা মাঠে যা করেছে, তার সবই কপিবুক করে অন্যান্যদের দেখানো যায়৷ টেলিভিশনে খেলা দেখতে দেখতে মার্টা'র সেই গল্পের কথা মনে পড়ছিল: ও নাকি ছেলেদের সঙ্গেই ফুটবল খেলতে শিখেছে৷ তাই ও ফুটবলে ছেলেদের খেলা, মেয়েদের খেলার তফাৎটা জানে না৷ ও যেন ব্রাজিলের পুরুষদের টিমেরই কোনো শাপভ্রষ্ট প্লেয়ার৷ পাসিং, বডির ফেক, বডি চার্জিং, অতি স্বল্প পরিসরে বল কন্ট্রোল, বল ঘোরানোর একটি মাত্র সুযোগকে সুবর্ণসুযোগে পরিণত করা - যেন ইল ফেনোমেনো'র সঙ্গে জিনেদিন জিদান পাঞ্চ করে এই প্রমীলা খেলোয়াড়টিকে সৃষ্টি করেছেন ফুটবলের বিধাতা৷

ব্রাজিল-যুক্তরাষ্ট্রের এই খেলাটা এক হিসেবে এই বিশ্বকাপের ফাইনাল ছিল

অস্বীকার করার উপায় নেই৷ বাকি দলগুলোর খেটে খাওয়া মেয়েরা তা'তে যতোই আপত্তি করুক না কেন৷ সবশেষে একটা কথা বলে নিই: মেয়েদের ফুটবলের গতি বেড়েছে, জোর বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে পুরুষসুলভ গুণ্ডামি ও নানাধরনের চুরি-জোচ্চুরি৷ ফুটবল হল বডি কনট্যাক্ট গেম৷ ওর মধ্যে একটা রাস্তার মারপিটের ব্যাপার থাকবেই, তা ছেলেরাই খেলুক আর মেয়েরাই খেলুক৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য