প্রবাসে দেশি রাজনীতির সাতকাহন
বাংলাদেশের আনুমানিক এক কোটি মানুষ বসবাস করেন পৃথিবীর বিভিন্ন দেশে৷ অনেক সময় তারা দেশের দলীয় রাজনীতির ধারা বজায় রেখে আলোচিত হয়েছেন বিদেশের মাটিতেও৷ তেমনই কিছু ঘটনা তুলে ধরা হলো এখানে৷
আওয়ামী লীগ-বিএনপি দ্বন্দ প্রবাসেও
প্রবাসে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা৷ গত বছর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকমিশনে ভাংচুর চালায় বিএনপি কর্মীরা৷ পরে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ছিঁড়ে বিক্ষোভ প্রদর্শন করে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ৷ ব্রিটেনে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর সফরের সময়েও দুই দল পাল্টপাল্টি কর্মসূচি দেয়৷
বোতল কিংবা চেয়ার ছোড়াছুড়ি
শুধু পাল্টাপাল্টি কর্মসূচি নয়, আওয়ামী লীগ-বিএনপির মারামারির ঘটনাও নতুন নয়৷ ২০১০ সালে লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে বাংলাদেশ বিষয়ক এক সম্মেলনে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়৷ ২০১৬ সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে মারামারি করেন৷ দুই পক্ষের মধ্যে পানির বোতল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে৷
বিএনপির দলীয় কোন্দল
শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, প্রবাসে নিজেদের গ্রুপের মধ্যেও সংঘাত বাধে৷ ২০১৬ সালে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির একটি বিক্ষোভ সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারি বাধে৷ নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
আওয়ামী লীগের দলীয় কোন্দল
২০১৫ সালে কুয়ালালামপুরে ঢাকার রাষ্ট্রদূতের বাসার সামনে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে ৷ চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সংর্বধনা অনুষ্ঠানে চেয়ার ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ বাধে৷ সেপ্টেম্বরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গাড়ি পার্কিং নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মারামারির ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করার খবর বের হয়৷
বিএনপির দলীয় কোন্দল
শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, প্রবাসে নিজেদের গ্রুপের মধ্যেও সংঘাত বাধে৷ ২০১৬ সালে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির একটি বিক্ষোভ সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারি বাধে৷ নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
মত প্রকাশে বাধা দেয়া
প্রবাসে সরকারের সমালোচনা কিংবা মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়ার মতো ঘটনাও ঘটে৷ চলতি মাসে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজের এক আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে৷
ভোটিং ব্লক
বিদেশের মাটিতে দেশের রাজনীতির বাইরে স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিদের প্রভাব বিস্তারের উদাহরণও আছে৷ যুক্তরাজ্যের সংসদে আছেন চার বাংলাদেশি বংশোদ্ভূত৷ আবার প্রবাসীরা নিজেরা সংগঠিত হয়ে বাংলাদেশি কমিউনিটির স্বার্থ রক্ষায়ও সেখানকার রাজনীতিতে প্রভাব রাখছে৷
রাজনৈতিক শাখার অনুমোদন নেই
নির্বাচন কমিশনের নিবন্ধন আইন অনুযায়ী দেশীয় রাজনৈতিক দলগুলোর বিদেশে শাখা থাকার অনুমোদন নেই৷ তবে বিভিন্ন দেশে দলগুলোর নামে বেনামে রাজনৈতিক শাখার খোঁজ মিলে৷ দেশের নেতারাও বিদেশ সফরে এসব সংগঠনের বিভিন্ন আয়োজনে অংশ নেয়৷