1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবল বৃষ্টি, তিনদিন ধরে বেঙ্গালুরু জলের তলায়

৬ সেপ্টেম্বর ২০২২

প্রবল বৃষ্টিতে ভেসে গেল বেঙ্গালুরু। গত তিনদিন ধরে আইটি হাবও জলমগ্ন। পানীয় জল ও বিদ্যুতের সমস্যায় জেরবার বেঙ্গালুরুর মানুষ।

https://p.dw.com/p/4GSDo
তিনদিন ধরে জলমগ্ন বেঙ্গালুরু।
তিনদিন ধরে জলমগ্ন বেঙ্গালুরু। ছবি: IANS

বৃষ্টি শুরু হয় রোববার থেকে। সোমবারও প্রবল বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে। শহরের প্রায় সর্বত্র জল দাঁড়িয়ে গেছে। মঙ্গলবারেও শহরে সর্বত্র জল। শহরের আইটি হাবে জল জমে যাওয়ায় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি বিপাকে পড়েছে।

স্কুল-কলেজ বন্ধ। অফিস খোলা। কিন্তু সেখানে আসতে গিয়ে বিপাকে পড়ছেন বেঙ্গালুরুর বাসিন্দারা। অনেকে ট্রাক্টর করে আসছেন।

পাম্পহাউসে জল ঢুকে যাওয়ায় অনেক জায়গায় জল সরবরাহ করা যাচ্ছে না। সেসব জায়গায় ট্যাঙ্কারে জল পাঠানো হচ্ছে।  বেশ কিছু জায়গায় বিদ্যুৎ নেই।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৪৩০টি বাড়ি পুরোপুরি ধসে গেছে। দুই হাজার ১৮৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু, কালভার্ট, বিদ্যুতের খুঁটি হয় ভেসে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবারও বিমান দেরিতে চলবে বলে জানিয়ে দেয়া হয়েছে।

কেন এই অবস্থা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫০০টি স্টর্ম ওয়াটার ড্রেন জবরদখল হয়েছে। ফলে বেঙ্গালুরু থেকে জল ঠিকমতো বেরোতে পারছে না। সেজন্যই তিনদিন ধরে শহর জলমগ্ন

বেঙ্গালুরুতে আবহাওয়া বিভাগের প্রধান গীতা অগ্নিহোত্রী ইন্ডিয়া টুডেকে বলেছেন, ''এটাকে বর্ষার বৃষ্টি হিসাবেই ধরতে হবে।  নিম্নচাপও সৃষ্টি হয়েছে। ফলে আরো বৃষ্টির সম্বাবনা আছে।''

রমেশ বি কুমার সফটওয়ার ডেভলাপারের কাজ করেন। তিনি ডি ডাব্লিউকে জানিয়েছেন, সোমবার তার বাড়ির সামনে এত বেশি জল জমে ছিল যে, তিনি অফিস যেতে পারেননি। প্রতি বছর বর্ষায় একই সমস্যা হয়। নালা জ্যাম হয়ে আছে। ফলে জল যেতে পারে না।

সাউথ এশিয়ান ফোরাম ফর এনভায়ার্নমেন্টের সঙ্গে যুক্ত দীপায়ন দে ডিডাব্লিউকে জানিয়েছেন, ''যখন আমরা শহরে বাড়ি, অফিস বানাই, তখন নিকাশি নালার দিকে আমাদের নজর থাকে না। এজন্যই এরকম অবস্থা হয়।''

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)