1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে: ইউনূস

২৭ মে ২০১১

কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র তৈরি, তবে আদালতে এখনো জমা দেওয়া হয়নি৷ শেয়ার বাজারের অস্থিরতায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা৷ ঢাকায় প্রতিবাদ, বিক্ষোভ৷ এদিকে, প্রফেসর ইউনূস এর বক্তব্য, ‘শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে’৷

https://p.dw.com/p/11Oq8
Muhammad Yunus, Nobel Peace Laureate, 2006, and Managing Director of the Grameen Bank speaks during the European Development Days meeting in Stockholm, Thursday Oct. 22, 2009. The European Development Days are a yearly event hosted jointly by the European Commission and the EU Presidency, bringing some 4 000 people and 1 500 organizations from the development community together. (AP Photo/Scanpix/Maja Suslin) ** SWEDEN OUT **
মুহাম্মদ ইউনূসছবি: AP

কিবরিয়া হত্যা মামলা

কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে শিরোনাম করেছে একাধিক পত্রিকা৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘কিবরিয়া হত্যা মামলা: অভিযোগপত্র দিতে আবারও সময় চেয়েছে সিআইডি'৷ আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র বৃহস্পতিবারও আদালতে জমা দেওয়া হয়নি৷ অভিযোগপত্র প্রস্তুত হলেও খুব শিগগির তা জমা দেওয়া হবে না বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে প্রথম আলো৷ এদিকে, একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘কিবরিয়া হত্যা: অভিযোগপত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত'৷ এক সংসদ সদস্য দাবি করেছেন, অভিযোগপত্র আদালতে দাখিলের আগেই পত্রিকায় এসংক্রান্ত খবর প্রকাশিত হওয়ায় বিব্রত স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ বলাবাহুল্য, ২০০৫ সালে হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত হন কিবরিয়া৷

শেয়ার বাজারে অস্থিরতা

‘বিনিয়োগকারীরা চান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ', শিরোনাম করেছে দৈনিক সমকাল পত্রিকা৷ শেয়ারবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন৷ এদিকে, এসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেয়ারবাজার শিগগিরই স্থিতিশীল হবে৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, বৃহস্পতিবার ঢাকার শেয়ার বাজারে সর্বনিম্ন লেনদেন হয়েছে৷ পুঁজি বাজারের অস্থিরতায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা৷ বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ বিক্ষোভেও অংশ নেয় তারা৷

প্রফেসর ইউনূস

দৈনিক প্রথম আলো'র শিরোনাম, ‘বিবিসিকে মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে'৷ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সদ্য বিদায়ী অধ্যাপক ইউনূস বলেছেন, তাঁর সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে৷ প্রধানমন্ত্রী ভ্রান্ত ধারণা থেকে তাঁর সমালোচনা করেছেন বলেও জানান ইউনূস৷ গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে ইউনূস প্রসঙ্গে বলেছিলেন, ‘গরিব মানুষের রক্ত চুষে খেলে ধরা খেতে হয়'৷ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস অবশ্য প্রধানমন্ত্রীর এই সমালোচনা নাকচ করে দিয়েছেন৷ উল্লেখ্য, গত ১২ মে গ্রামীণ ব্যাংক থেকে পদত্যাগ করেন এই নোবেল জয়ী৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন