হোয়াইট হাউসে ইভানকা ট্রাম্প
৩০ মার্চ ২০১৭বাবা ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পদে আসছেন মেয়ে ইভানকা৷ এই পদের পোশাকি নাম হবে প্রেসিডেন্টের সহকারী৷ তবে এই কাজের জন্য তিনি ফেডারেল সরকারি কর্মীর বেতন নেবেন না৷
‘সিনিয়র অ্যাডভাইজার' হিসেবে ইভানকার স্বামী জ্যারেড কুশনারও বেতন নেন না৷ কিন্তু প্রেসিডেন্ট যে সব রাষ্ট্রীয় গোপন তথ্য জানতে পারেন, উপদেষ্টা হিসেবে মেয়ে-জামাই সে সবের নাগাল পেতে পারেন৷ তবে যে কোনো ফেডারেল সরকারি কর্মীর মতো তাদের ক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখার নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে৷
বলা বাহুল্য, প্রশাসনিক কাজে কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ওয়াশিংটনের ক্ষমতাকেন্দ্রে এই দুই ব্যক্তির আধিপত্য নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ বিশেষ করে ট্রাম্প ও তাঁর পরিবারের কিছু সদস্য যেভাবে একদিকে ব্যবসায়িক সাফল্য ও অন্যদিকে প্রশাসনিক ক্ষমতা ভাগ করে নিচ্ছেন, তার ফলে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠছে৷
প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগের জবাবে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, যে অবৈতনিক কর্মী হিসেবে ইভানকার কাজ নৈতিকতা, স্বচ্ছতা ও নিয়ম পালনের ক্ষেত্রে বর্তমান প্রশাসনের সদিচ্ছার দৃষ্টান্ত৷ তাঁর কাজ অ্যামেরিকার মানুষের জন্য উপকার বয়ে আনবে৷
প্রেসিডেন্টের কাজকর্মে ইভানকা ট্রাম্প এই প্রথম জড়িয়ে পড়ছেন না৷ এর আগে জাপান ও জার্মানির সরকার প্রধানদের অ্যামেরিকা সফরের সময়েও তাঁকে আলোচনায় অংশ নিতে দেখা গেছে৷
এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)