1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরাশির প্রতিশোধ?

আরাফাতুল ইসলাম (ডিপিএ)২৭ জুন ২০১৪

চলতি বিশ্বকাপের নক আউট পর্বে মুখোমুখি হচ্ছে জার্মানি এবং আলজেরিয়া৷ এই দুই দলের মধ্যে সম্পর্ক বেশ তিক্ত৷ সেই ১৯৮২ সালে তৎকালীন পশ্চিম জার্মানি এবং আলজেরিয়ার ফুটবলকেন্দ্রিক বিরোধের প্রেক্ষিতে ফিফা বদলেছিল একটি নিয়ম৷

https://p.dw.com/p/1CRIh
Deutschland vs Algerien WM 1982
ছবি: imago

স্পেনে ১৯৮২ সালের বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আলজেরিয়া এবং তৎকালীন পশ্চিম জার্মানি মুখোমুখি হয়েছিল৷ কিন্তু ম্যাচের আগে জার্মান খেলোয়াড়রা আলজেরিয়া দলকে নিয়ে ব্যাপক তুচ্ছতাচ্ছিল্য করে৷ এমনকি সে দলের বিপক্ষে করা গোল নিজের কুকুরকে উৎসর্গ করবেন বলেও জানান এক খেলোয়াড়৷ পরিতাপের বিষয় সেই খেলায় জার্মানি হেরেছিল আলজেরিয়ার কাছে, ২-১ গোলে৷ আর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েছে প্রথম খেলাতে জার্মানিকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল আলজেরিয়া৷

Fußball Weltmeisterschaft 1982 Deutschland Algerien Flash-Galerie
১৯৮২ সালের বিশ্বকাপে জার্মানিকে হারায় আলজেরিয়াছবি: AP

তবে আসল কলঙ্ক অন্যত্র৷ যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেই বিশ্বকাপের গ্রুপ পর্যায় পেরনোর জন্য আলজেরিয়ার অপেক্ষা করতে হয়েছিল জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের ফলাফলের জন্য৷ কিন্তু দল দু'টো আলজেরিয়াকে দ্বিতীয় পর্যায়ে উঠতে দিতে চায়নি৷ তাই আগেই পরিকল্পনা করেই জার্মানি ১-০ গোলে জিতেছিল অস্ট্রিয়ার বিপক্ষে৷ খেলাধুলার ইতিহাসে অন্যতম ভয়ানক ‘পাতানো ম্যাচ' হিসেবে এই খেলাকে বিবেচনা করেন অনেকে৷

বিবিসি অবশ্য জানিয়েছে, আলজেরিয়া ম্যাচটি পাতানোর অভিযোগ আনলেও ফিফার তদন্তে তা শেষ পর্যন্ত প্রমাণ হয়নি৷ যদিও সে সময় খোদ জার্মানির ফুটবল ভক্তরাই ম্যাচটি দেখে জার্মান দলের বিপক্ষে বিক্ষোভ করেছিল৷

অস্ট্রিয়া এবং জার্মানি সেবার নক আউট পর্বে যেতে পারলেও আলজেরিয়া যেতে পারেনি৷ তবে ফিফা পরবর্তীতে নিয়মে পরিবর্তন এনে প্রতিটি গ্রুপের শেষ খেলা দু'টি একত্রে আয়োজনের সিদ্ধান্ত নেয়৷

১৯৮২ সালের পর বদলে গেছে অনেক কিছু৷ এখন আর পূর্ব বা পশ্চিম জার্মানি বলে কিছু নেই৷ জার্মানি আবার একটি দেশ, একটি জাতিতে পরিণত হয়েছে৷ তবে ২০১৪ সালের বিশ্বকাপে আবারো আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে জার্মানি৷ গ্রুপ নয়, নক আউট পর্বে৷ ৩০ জুন বাংলাদেশ সময় রাত দু'টোয় এই খেলা অনুষ্ঠিত হবে৷

আলজেরিয়ার কোচ ওয়াহিদ হালিহজিচ জানিয়েছেন, ১৯৮২ সালের কথা ভোলেননি তারা৷ ৩২ বছর পর তাই প্রতিশোধের সুযোগ ছাড়বে না তাঁর দল৷

উল্লেখ্য, বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে ড্র করে নক আউট পর্বে পৌঁছায় আলজেরিয়া৷ অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে জার্মানি৷ পুরনো এই দুই শত্রুর লড়াইয়ে কে এবার জয়ী হবে সেটাই এখন দেখার বিষয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য