প্রতিবাদ, বিক্ষোভে যেভাবে ভূমিকা রাখে ফেসবুক
বর্তমান যুগে যে কোনো ধরনের আন্দোলনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়৷ বিশেষ করে ফেসবুক আন্দোলনকারীদের জনসমর্থন পেতে যেমন সহায়তা করে, তেমনি ভুয়া খবর ছড়াতেও ভূমিকা রাখে৷
জনসমর্থন পেতে সহায়ক ফেসবুক
আপনি কোনো একটি ইস্যুর প্রতি জনসমর্থন চাচ্ছেন? কিংবা চাচ্ছেন সেই ইস্যুর প্রতি একাত্মতা প্রকাশকারীদের রাজপথে জড়ো করতে? একটি ফেসবুক ইভেন্ট এই কাজ সহজ করে দিতে পারে৷ ২০১৩ সালে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আন্দোলনের শুরুটা হয়েছিল এভাবেই, এক ফেসবুক ইভেন্টের মাধ্যমে৷
যে কোনো খবর দ্রুত ছড়ায়
ফেসবুকের একটি বড় সুবিধা হচ্ছে যে কেউ চাইলে যে কোনো তথ্য দ্রুত ছড়িয়ে দিতে পারে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির মাধ্যমে৷ বিশেষ করে, যাদের ফেসবুকে অনেক অনুসারী রয়েছে, তারা যে কোনো তথ্য ভাইরাল করে দিতে ভূমিকা রাখতে পারে এর মাধ্যমে৷
নিরাপত্তায় ফেসবুক
ইদানীং দেখা যাচ্ছে, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সামনে ফেসবুক লাইভ চালু করা স্মার্টফোন নিয়ে ঘুরলে তারা বেশ সতর্ক থাকেন৷ আন্দোলনকারী অ্যাক্টিভিস্টরা অনেক সময় এই পন্থা কাজে লাগিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলা কিংবা বিরুপ পরিস্থিতিতে কোনো স্থান ত্যাগ করে থাকেন৷
ভুয়া খবর প্রকাশেরও মাধ্যম
মার্কিন নির্বাচন বলুন, আর স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন – ফেসবুকের মাধ্যমে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়া এখনও এক বড় সমস্যা৷ যদিও গত কয়েকবছরে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ভুয়া খবর বা তথ্য ছড়ানো রোধে নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু এখনো সেক্ষেত্রে বড় সাফল্য আসেনি৷ বরং এই ইস্যুতে ফেসবুক ক্রমশ সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে৷
প্রশাসনের নিয়ন্ত্রণ, তবে ভিন্নভাবে
যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়ার বদলে, হালনাগাদ তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের মনোযোগ একদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করে জার্মানির নিরাপত্তা বাহিনী৷ গত কয়েকবছরে দেশটিতে একাধিক বড় সমাবেশ, এবং হামলার সময় পুলিশকে দেখা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন তথ্য জানাতে৷ একইভাবে সাধারণ মানুষের কাছে কোনো তথ্য থাকলে তা নেয়ার জন্যও অনলাইনে বিশেষ ব্যবস্থা করে পুলিশ বাহিনী৷
ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রাম
আমাদের অঞ্চলে সামাজিক যোগাযোগের মাধ্যম বলতেই এখনো ফেসবুক মনে করা হয়৷ ঢাকায় সর্বশেষ ছাত্র বিক্ষোভের সময়ও এই সামাজিক যোগাযোগের মাধ্যমের শক্তি টের পাওয়া গেছে৷ অবস্থা এমন যে, সাধারণ মানুষের ফেসবুক নিয়ন্ত্রণে সরকার আইনের কড়া প্রয়োগ করছে৷ তবে স্কুল শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুকের পাশাপাশি ইন্সটাগ্রামও ব্যবহার করতে দেখা গেছে৷