প্রতিবাদ, নিন্দার মুখে আকবরের পদত্যাগ
১৭ অক্টোবর ২০১৮অন্তত ১৫জন নারীকে যৌন হেনস্থার অভিযোগের মুখে মন্ত্রীত্ব ছাড়লেন বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর৷
পদত্যাগ করে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী এম.জে আকবর এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি সমস্ত ‘মিথ্যা অভিযোগ’-এর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষমতায় আইনি লড়াইয়ে নামবেন৷ এর আগে সোমবার যৌন হয়রানির অভিযোগ তোলা সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন আকবর৷
প্রসঙ্গত, আকবরের বিরুদ্ধে ওঠা প্রথম অভিযোগটি করেছিলেন রামানি, যাঁর হাত ধরে একের পর এক ঘটনা প্রকাশ হতে থাকে৷ এখন পর্যন্ত আরো ২০জন নারী এই মামলায় আকবরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এগিয়ে এসেছেন৷
কলকাতা ও দিল্লীতে সাংবাদিক হিসেবে সুদীর্ঘ সময় কাটানোর পর, ২০১৬ সালের জুলাই মাসে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আকবর৷
বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে৷ অভিযোগ উঠেছে বলিউড, সাহিত্য, কমেডি থেকে সাংবাদিকতার বিশিষ্টজনদের বিরুদ্ধে৷ নতুন করে আলোচিত হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হয়রানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও৷
এসএস/এসিবি (এপি/এএফপি)