খালেদা বললেন, ‘গণহত্যা’
২ মার্চ ২০১৩জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের একদিন পর শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানালেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ তিনি বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাগের আন্দোলনের প্রতি সমর্থন জানানোর কারণে এখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রতিটি বিচারই প্রশ্নবিদ্ধ হবে৷
জামায়াতে ইসলামী বিএনপি'র নেতৃত্বে ১৮ দলীয় জোটের শরিক দল৷ সাঈদীর ফাঁসির দণ্ডের প্রতিবাদে দেশজুড়ে যে সহিংসতা চলছে, খালেদা জিয়া তার দায় চাপান সরকারের ওপর৷ তাঁর ভাষায় এই ‘গণহত্যার' প্রতিবাদে বিএনপি হরতাল ডেকেছে মঙ্গলবার৷ জামায়াত এর আগের দুই দিন রবি ও সোমবার টানা ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি দেয় বিএনপির আগেই৷
এদিকে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের নেতারা বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে খুশি করতে তাদের সঙ্গে ধারাবাহিকভাবে হরতাল দিয়েছে৷ ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেন, একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে তাদের বাঁচাতেই নতুন গণহত্যা ‘আবিষ্কার' করেছেন বিএনপির চেয়ারপারসন৷
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন৷
অন্যদিকে দেশের বিশিষ্টজনরা জামায়াত শিবিরের তাণ্ডব প্রতিরোধে সরকারকে আরো কঠোর এবং কৌশলী হওয়ার তাগিদ দিয়েছেন৷ যেমন বললেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই জন উপদেষ্টা হাফিজউদ্দিন আহমেদ এবং অ্যাডভোকেট সুলতানা কামাল৷