1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতি চারজনে ঘুষ দেন একজন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

৯ ডিসেম্বর ২০১০

গত বছর বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন মানুষ ঘুষ দিয়েছেন৷ ‘আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস’ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত রিপোর্টে একথা বলা হয়েছে৷

https://p.dw.com/p/QUDi
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল'এর লোগো

জার্মানির বার্লিন ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল'-এর সমীক্ষামূলক এই রিপোর্টে মূলত ছোটো পরিসরে উৎকোচ দেওয়া-নেওয়ার বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে৷ ৮৬টি দেশের ৯১ হাজারেরও বেশি মানুষের উপর চালানো জনমত জরিপের এটি একটি সমন্বিত রিপোর্ট৷

‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার ২০১০' অনুসারে, গত এক বছরে কর, স্বাস্থ্য বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো নয়টি প্রতিষ্ঠানের মধ্যে যেকোনো একটি প্রতিষ্ঠানকে ঘুষ দিতে হয়েছে বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন মানুষকে৷ দুর্নীতির জন্য আগে থেকেই যাদের অপনাম রয়েছে সেই পুলিশই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণিত হয়েছে বিভিন্ন দেশে৷ রিপোর্টে বলা হয়েছে, এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ঊনত্রিশ জনকেই পুলিশকে ঘুষ দিয়ে কাজ করাতে হয়েছে৷

এই রিপোর্টে ঘুষ দেওয়া-নেওয়ার সংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে এগিয়ে আছে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকারন দেশগুলোর মানুষরা৷ সেখানে প্রতি দু'জনের মধ্যে একজনেরও বেশি বলেছেন, গত বারোমাসে তাঁদের পুলিশকে অনেক ঘুষ দিতে হয়েছে৷ সর্বাধিক দুর্নীতির দিক থেকে তার পরেই রয়েছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা৷ সেখানকার ৩৬ শতাংশ মানুষই বলেছেন, তাঁদেরকে ঘুষ দিতে হয়েছে৷ উৎকোচ দিতে হয় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ৩২ শতাংশ মানুষকে, দক্ষিণ অ্যামেরিকার শতকরা ২৩ জনকে এবং বলকান এলাকা ও তুরস্কের ১৯ শতাংশ মানুষকে৷ এই রিপোর্টে আরও বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ১১ শতাংশ মানুষ এবং ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর অ্যামেরিকার শতকরা পাঁচজন মানুষ জানিয়েছেন, গত বছর তাঁদেরকে ঘুষ দিতে হয়েছে৷

আফগানিস্তান, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, ভারত, ইরাক, লাইবেরিয়া, নাইজেরিয়া, প্যালেস্টাইন ভূখণ্ড, সেনেগাল, সিয়েরে লিওন এবং উগান্ডা'র প্রতি দু'জনের মধ্যে একজনেরও বেশি বলেছেন, তাঁদেরকে অফিস কর্মকর্তাদের হাতে ঘুষের টাকা তুলে দিতে হয়েছে৷ তাঁদের প্রায় অর্ধেকই বলেছেন, সমস্যা এড়ানোর জন্যই ঘুষ দিয়েছেন তাঁরা৷ এক তৃতীয়াংশ মানুষ বলেছেন, তাঁরা ঘুষ দিয়েছেন কাজ দ্রুত হওয়ার জন্য৷ এই রিপোর্টে আরও দেখা গেছে, যারা বেশি রোজগার করেন তাঁদের তুলনায় যারা কম রোজগার করেন, তাঁরাই ঘুষ দিয়েছেন বেশি৷

এবার সপ্তমবারের মতো ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' দুর্নীতি নিয়ে তাদের রিপোর্ট প্রকাশ করলো৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক