1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসে পুলিশের গুলিতে দুজন নিহত

২৫ এপ্রিল ২০২২

ফ্রান্সের প্যারিসে গত মাঝরাতের কিছুক্ষণ পর এক গাড়িতে পুলিশের গুলিতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন বলে পুলিশের এক সূত্র এএফপিকে জানিয়েছেন৷ গাড়িটি পুলিশের দিকে ছুটে আসছিল বলে ঐ সূত্র দাবি করেছে৷

https://p.dw.com/p/4ANSh
Frankreich Präsidentschaftswahl | Wahlsieg Macron
ছবি: Thibault Camus/AP/picture alliance

পুলিশের ঐ সূত্র জানায় গাড়িটি পুলিশ চেকপয়েন্টে থামতে অস্বীকৃতি জানিয়েছিল৷

ঘটনাটি যেখানে ঘটেছে তার প্রায় দুই কিলোমিটার দূরে বিজয় উদযাপন করছিলেন আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এমানুয়েল মাক্রোঁ৷

তবে দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায়নি৷

তদন্ত শুরু হয়েছে৷

জেডএইচ/কেএম (এএফপি)