1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক রপ্তানি শিল্পে বাংলাদেশ

১৪ সেপ্টেম্বর ২০১১

পোশাক রপ্তানি শিল্পে বাংলাদেশ এগিয়ে সে কথা আমরা জানি৷ বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ কিন্তু পোশাক শিল্পে গোটা বিশ্বে শীর্ষ অবস্থান গ্রহণ করা থেকে বাংলাদেশ কত দূরে?

https://p.dw.com/p/12YPZ
ছবি: AP

ঢাকাস্থ গার্মেন্টস কোম্পানি কেনটো এশিয়া লিমিটেডের শাহ আজিজ মোহাম্মদ তালহার কাছে জানতে চাওয়া হয় পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান সম্পর্কে৷ তিনি বললেন,‘‘ব্যবসার অবস্থা ভাল বলতে হচ্ছে৷ আসলে এত বড় একটি ইন্ডাস্ট্রি কিছু সমস্যাতো থাকবেই৷ আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি পোশাক শিল্প ব্যবসার অগ্রগতি হচ্ছে এবং আশা করছি সামনে আরো এগিয়ে যাবে৷''

শাহ আজিজ মোহাম্মদ তালহা প্রসঙ্গত জানালেন: ‘‘এক সময় আমরা শুধু অ্যামেরিকা আর ইউরোপে পোশাক রপ্তানি করতাম৷ এখন এর পরিধি বৃদ্ধি পাচ্ছে৷ আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, চিলি, পেরু – এসব দেশে আমরা পোশাক রপ্তানি করছি৷ এছাড়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও অনেকেই পোশাক রপ্তানি শুরু করেছে৷ আমরাও বসে নেই৷ আমাদের পোশাকের প্রায় ৪০ শতাংশ এখন দক্ষিণ অ্যামেরিকা এবং অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক