পোড়া কারখানার অন্দরে
আগুনের গ্রাস ছিনিয়ে নিয়েছে ৪৩টি প্রাণ। পুরনো দিল্লির ফিল্মিস্তান আনাজ মন্ডির ছোট গলির ভিতর সেই অভিশপ্ত বাড়িতে প্রবেশ করল ক্যামেরা। উঠে এল সেই পোড়া কারখানার অন্দরের ছবি।
দগ্ধ কারখানায়
ভয়ঙ্কর আগুনে পুড়ে গিয়েছিল ফিল্মিস্তান আনাজ মন্ডির ব্যাগ তৈরির কারখানা। ক্যামেরা ঢুকল সেই পোড়া কারখানার ভিতরে। আগুন খুব কম জিনিসই বাঁচিয়ে রেখেছে।
পড়ে আছে ব্যাগ
দিনে দুটো করে শিফটে কাজ করতেন শ্রমিকরা। দিনের সিংহভাগ সময় জুড়ে ব্যাগ বানানো হত। শ্রমিকরা পেতেন আড়াইশ টাকা। রাতে শুতে যাওয়ার আগে এই ব্যাগগুলিই তৈরি করেছিলেন তাঁরা।
আগুন পোড়াতে পারেনি
পোড়া ঘরের মধ্যে থেকেও বেঁচে গিয়েছে সেলাই মেশিন। যা এখন ওই কারখানার পরিচায়ক হিসাবে পড়ে আছে।
তারের জঙ্গলে
প্রাথমিকভাবে বলা হচ্ছে, আগুন লেগেছিল শর্ট সার্কিট থেকে। কিন্তু গলির চেহারা বুঝিয়ে দিচ্ছে, এই তারের জঙ্গলে যে কোনও সময়ে আগুন লাগাটা আশ্চর্যের নয়।
গলির ঘুলঘুলি
এ এমন গলি, যেখানে একটা গাড়ি ঢুকলে হাঁটা মুশকিল। জনা পাঁচেক লোক পাশাপাশি চলতে পারবেন। এরকম গলির ভিতরেই একের পর এক কারখানা।
স্বজন হারানোর যন্ত্রণা
প্রিয়জনকে হারানোর কষ্ট চোখের জল হয়ে নামে। মৃত ৪৩ জনের মধ্যে এঁর আত্মীয়ও ছিলেন। তাই চোখের জল সামলাতে পারা কঠিন।