পেশাদারিত্বে আস্থা রাখুন
১৮ সেপ্টেম্বর ২০১৩সিরিয়া নিয়ে কথার লড়াই চলছেই৷জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্যের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন৷ ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের এ বৈঠক থেকে যে একদিনে ফলপ্রসূ কিছু বেরিয়ে আসবে না, তা বুঝতে পেরে বুধবার আবার আলোচনা হবে বলে জানিয়ে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷ সবাইকে একতাবদ্ধ হয়ে সিরিয়া সংকট নিরসনের চেষ্টা করার আহ্বানও জানিয়েছেন তিনি৷
তবে ঐক্যের কোনো লক্ষণ এখনো দেখা যায়নি৷ রাশিয়া আর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখনো দুই মেরুতে৷ সিরিয়া সফররত রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, সিরিয়ার কাছ থেকে এমন তথ্য পেয়েছেন যা দেখে পরিষ্কার বোঝা যায়, ২১ আগস্ট দামেস্কের কাছে যে রাসায়নিক অস্ত্রের হামলা হয়েছিল তার পেছনে বিদ্রোহীরাই ছিল৷ দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি৷
এদিকে সেই হামলা সম্পর্কে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে ‘একপেশে' বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ৷ তিনি বলেছেন, প্রতিবেদনে বলা হয়েছে, হামলা হয়েছে, কিন্তু কারা তা পরিচালনা করেছে সে সম্পর্কে কিছু বলা হয়নি৷ যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট বারাক ওবামা তা মনে করেননা৷ মঙ্গলবার তিনি বলেছেন, প্রতিবেদনে হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে৷
এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)