জিতেছে অ্যাপল
২৬ আগস্ট ২০১২স্মার্টফোন নিয়ে অ্যাপল এবং স্যামসাং'এর মধ্যকার দ্বন্দ্ব নতুন নয়৷ ২০১০ সালে স্যামসাং যখন গ্যালাক্সি স্মার্টফোন বাজারে আনে, তখনই অ্যাপল সন্দেহ করে গ্যালাক্সিতে মূলত আইফোনের বিভিন্ন ফাংশন চুরি করে তৈরি করা হয়েছে৷ গ্যালাক্সি বাজারে আসার আরো তিন বছর আগে আইফোন বাজারে এনেছিল অ্যাপল৷
ক্যালিফোর্নিয়ার সান জোসের ফেডারেল আদালতের নয় সদস্যের জুরিমন্ডলীর রায় দৃশ্যত পুরোটাই অ্যাপলের পক্ষে গেছে৷ বিচারকরা জানিয়েছেন, অ্যাপলের দাবি করা সাতটি স্মার্টফোন পেটেন্টের ছয়টিই ভঙ্গ করেছে স্যামসাং৷
বলাবাহুল্য অ্যাপল আর স্যামসাংয়ের মধ্যকার এই আইনি লড়াই শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়৷ বরং বিশ্বের বিভিন্ন দেশেই আইনি লড়াই চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক অ্যাপল৷ ২০১১ সালের এপ্রিলে অ্যাপল প্রথমে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করে৷ তখন স্যামসাংও অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ে করে৷ ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার আদালতেও প্রতিষ্ঠান দুটি একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷
ক্যালিফোর্নিয়ার আদালতে অ্যাপল দাবি করে, স্যামসাং প্রতিষ্ঠানটির চারটি ডিজাইন পেটেন্ট এবং তিনটি সফটওয়্যার পেটেন্ট লঙ্ঘন করেছে৷ এজন্য আদালতে মোট ২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি পূরণ দাবি করে অ্যাপল৷ অন্যদিকে স্যামসাং দাবি করে, অ্যাপল প্রতিষ্ঠানটির পাঁচটি পেটেন্ট লঙ্ঘন করেছে এবং এজন্য ৪২১.৮ মিলিয়ন মার্কিন ডলার দাবি করে স্যামসাং৷
ক্যালিফোর্নিয়ার আদালত অবশ্য সবকিছু বিবেচনার পর, অ্যাপলকে ১.০৫ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে স্যামসাংয়ের প্রতি নির্দেশ দিয়েছেন৷ এদিকে স্যামসাং আদালতের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে৷ শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘‘আদালতের এই রায় বাতিলের দাবিতে আমরা দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা যদি তাতে সফল না হই, তাহলে আমরা এই বিষয়ে আপিল আদালতে আপিল করবো৷''
অ্যাপল এবং স্যামসাং হচ্ছে পৃথিবীর অন্যতম বড় দুই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান৷ তাদের এই পণ্যে ফোন এবং কম্পিউটারের বিভিন্ন ফাংশন সমন্বয় করা হয়েছে৷ ২০১১ সালে আইফোন বিক্রির মোট পরিমাণ ছিল ৪৭ বিলিয়ন মার্কিন ডলার৷ এসময় আইপ্যাড বিক্রির পরিমাণ ছিল ২০.৪ বিলিয়ন মার্কিন ডলার৷ ব্লুমবের্গ জানিয়েছে এই তথ্য৷ তবে স্মার্টফোন বিক্রির দিক থেকে স্যামসাংয়ের চেয়ে পিছিয়ে রয়েছে অ্যাপল৷ এই বাজারের ৩২ শতাংশ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির দখলে৷ অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার অ্যাপলের দখলে আছে বাজারের ১৭ শতাংশ৷
এআই / জেডএইচ (ডিপিএ)