নতুন সৌরজগতের সন্ধান পেল নাসা
১৫ ডিসেম্বর ২০১৭বৃহস্পতিবার ঐ সৌরজগতের অষ্টম গ্রহের খোঁজ পান নাসার বিজ্ঞানীরা৷ এর পরপরই তাঁরা জানান, ঐ গ্রহটি পৃথিবীর মতো একটি সৌরজগতের অংশ৷
অষ্টম গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে তার নাম কেপলার-৯০৷ আর গ্রহটির নাম কেপলার-৯০আই৷ এটিও পৃথিবীর মতো সূর্য থেকে তৃতীয় অবস্থানে আছে (থার্ড রক ফ্রম ইটস সান)৷ তবে দূরত্বের বিচারে কেপলার-৯০আই তার সূর্য, মানে কেপলার-৯০'এর খুব কাছে অবস্থান করছে এবং নিজের কক্ষ পথে ঘুরতে তার সময় লাগছে মাত্র ১৪ দিন৷ এ কারণে এই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ৪২৭ ডিগ্রি সেলসিয়াস৷
নাসা এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক আমাদের সৌরজগতের মতো আর একটি সৌরজগত পাওয়া গেছে, যেখানে আটটি গ্রহ রয়েছে এবং সেগুলি একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে৷ তবে এই গ্রহগুলোতে জীবনধারণ সম্ভব নয়৷ এই সৌরজগতটি আমাদেরটি থেকে ২,৫৪৫ আলোকবর্ষ দূরে অবস্থান করছে৷
অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ অ্যাড্রু ভ্যানডেরব্যর্গ জানিয়েছেন, ‘‘কেপলার-৯০ নক্ষত্রটির সৌরজগত আমাদের সৌরজগতের ছোট সংস্করণ৷ আর কেপলার-৯০আই গ্রহটি পৃথিবীর চেয়ে ৩০ ভাগ বড়, কিন্তু নক্ষত্রের খুব কাছে হওয়ায় তাপমাত্রা অত্যধিক৷ তবে আমাদের পৃথিবীর মতোই এটি পাথুরে গ্রহ৷'' এটিকে খুঁজতে গুগলের মাধ্যমে একটি যন্ত্র ব্যবহার করেছেন বিজ্ঞানীরা৷ এই পদ্ধতিতে আরও নতুন নতুন গ্রহ আবিষ্কারের আশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)
বন্ধুরা, কেপলার-৯০আই গ্রহে কি পৃথিবীর মতো প্রাণ থাকতে পারে? জানান আপনার মন্ব্য, নীচের ঘরে৷