1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীর মতো গ্রহের খোঁজে

৫ মার্চ ২০১৪

অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা খতিয়ে দেখতে ২০২৪ সালে একঝাঁক টেলিস্কোপ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে ‘প্লেটো’ নামের এক অবজারভেটরি যান৷ সৌরজগত সম্পর্কেও নতুন তথ্যের খোঁজ চালানো হবে এই অভিযান৷

https://p.dw.com/p/1BJWq
Symbolbild - Sternsystem Kepler 62f
ছবি: NASA Ames/JPL-Caltech

বিশ্বব্রহ্মাণ্ডের গভীরে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য নক্ষত্র, যাদের চারিপাশে প্রদক্ষিণ করছে অনেক গ্রহ৷ সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসা একাধিক এমন গ্রহের সন্ধান পেয়েছে৷ বহু দূরের এই সব গ্রহ বা ‘এক্সোপ্ল্যানেট' সম্পর্কে অবশ্য চটজলদি খুব বেশি তথ্য পাওয়া কঠিন৷ তাদের আলোর ছটা বিশ্লেষণ করে বড়জোর গ্রহের উপাদান সম্পর্কে জানা যায়৷

দূরের গ্রহ সন্ধানের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন এক অভিযানের পরিকল্পনা করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা৷ এর আওতায় ২০২৪ সালে ‘প্লেটো' নামের এক অবজারভেটরি যান মহাকাশ থেকেই গ্রহের অনুসন্ধান চালাবে৷ ছয় বছর ধরে বিশ্বব্রহ্মাণ্ডের গভীরের রহস্য উন্মোচন করবে এই যান৷ এই অভিযানের জন্য প্রায় ৬০ কোটি ইউরো ধার্য করা হয়েছে৷ জার্মানির এয়ারোস্পেস সেন্টার ডিএলআর এই অভিযানের মূল দায়িত্বে থাকবে৷

পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে ‘এল-টু' নামের একটি এলাকা থেকে পর্যবেক্ষণের কাজ চালাবে ‘প্লেটো'৷ সূর্য, পৃথিবী ও চাঁদ থেকে দূরের এই অবস্থানের সুবিধা হলো, সেখান থেকে সারা বছর ধরে মহাকাশের গভীরে নজর রাখা যায়৷

‘প্লেটো'-র মধ্যে থাকবে ৩৪টি ছোট টেলিস্কোপ ও ক্যামেরা৷ তাদের মূল কাজ হবে পৃথিবীর মতো গ্রহগুলিকে আরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করা৷ কোনো গ্রহ তার নক্ষত্রের থেকে বিশেষ এক দূরত্বে থাকলে জল থাকতে পারে, ফলে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা রয়েছে৷ ১৯৯৫ সালে প্রথমবারের মতো এমন একটি গ্রহের খোঁজ পাওয়া গিয়েছিল৷ এখনো পর্যন্ত প্রায় ৭৭৫টি ‘এক্সট্রাসোলার' গ্রহ আবিষ্কৃত হয়েছে৷

শুধু পৃথিবীর মতো গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ নয়, ‘প্লেটো' আমাদের সৌরজগতের সঙ্গে অন্যান্য নক্ষত্র ব্যবস্থার গঠনেরও তুলনা করবে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য