1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিনের সমালোচনা

Arafatul Islam১৮ আগস্ট ২০১২

রাশিয়ার পাংক ব্যান্ড পুসি রায়ট’এর সদস্যদেরকে দুই বছর কারাবাসের শাস্তি দিয়েছে সেদেশের আদালত৷ এই রায়ের প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক সমাজ৷ বিশেষজ্ঞরা মনে করেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত কঠোর৷

https://p.dw.com/p/15sF7
ছবি: picture-alliance/dpa

রাশিয়ার লেখক বরিস আকুনিন রায়ের প্রভাব কী হতে পারে সেটি বর্ণনা করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘যে হিমশৈলের উপর (রাশিয়ার প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুটিন বসে আছেন, সেটি দ্রুত গলতে শুরু করেছে৷''

আকুনিন ‘হিমশৈল' বলতে সম্ভবত পুটিন'এর সমর্থকদের বোঝাতে চেয়েছেন৷ শুক্রবার কয়েকশত প্রতিবাদকারীর সঙ্গে মস্কোর কামোভনিকি জেলা আদালতের সামনে হাজির ছিলেন এই লেখক৷

আদালত ধর্মীয় বিদ্বেষ দ্বারা উদ্বুদ্ধ গুণ্ডামির অভিযোগে মারিয়া আলিওখিনা, দাদেজদা তলোকনিকোভা ও ইয়েকতারিনা সামুটসেভিচকে দুই বছর কারাবাসের শাস্তি ঘোষণা করে৷

Pussy Riot Urteil Proteste Moskau
প্রতিবাদ চলছেছবি: DW

অভিযুক্তরা গত ফেব্রুয়ারি মাসে মস্কোর একটি গির্জায় প্রবেশ করে ভ্লাদিমির পুটিনের বিরুদ্ধে গান গেয়েছিলেন৷ তাদের সেই গান সেসময় পুসি রায়ট'এর এক সদস্য ভিডিও করেন এবং পরবর্তীতে সেটি সম্পাদনা করে প্রকাশ করা হয়৷ সেই ঘটনার পর থেকেই কারাগারে আটক আছেন ব্যান্ড দলটির তিন সদস্য৷

আদালতের এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে জার্মানিতেও৷ জার্মান হিউম্যান রাইটস কমিশনার মার্কুস ল্যোনিং এই বিষয়ে বলেন, ‘‘এটা নিঃসন্দেহে অনুপাতহীন শাস্তি৷ বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও এক্ষেত্রে প্রশ্ন করার সুযোগ রয়েছে৷''

লোনিং এর মতে, এই রায় একটি নির্মম সত্য প্রকাশ করছে৷ সেটি হচ্ছে, রাশিয়ায় এখন স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ আর নেই৷ তিনি অভিযুক্তদেরকে মুক্ত করে একটি উদাহরণ সৃষ্টির জন্য পুটিন'এর প্রতি আহ্বান জানিয়েছেন৷ লোনিং বলেন, ‘‘তাদের মধ্যে দু'জনের ছোট সন্তান রয়েছে৷ তাদের উচিত পরিবারের সঙ্গে থাকা, কারাগারে নয়৷''

বলাবাহুল্য, খোদ রাশিয়াতে অবশ্য এই রায়ের প্রতিক্রিয়া মিশ্র৷ সেদেশের বিরোধী দল এবং মানবাধিকার কর্মীরা রায়ের সমালোচনা করলেও ক্রেমলিনপন্থী ইউনাইটেড রাশিয়া পার্টি এই রায়কে স্বাগত জানিয়েছে৷ সংসদ সদস্য আলেক্সি টাশেসনাকোভ জানিয়েছেন, এই রায় উপযুক্ত হয়েছে এবং এটি ভবিষ্যতে পুসি রায়টের মতো কর্মকাণ্ডকে বাধা প্রদান করবে৷

প্রতিবেদন: রোমান গনশারেন্কো / এআই

সম্পাদনা: জাহিদুল হক