পুসান চলচ্চিত্র উৎসব
৯ অক্টোবর ২০১২এবার আট দেশের মোট ১০টি ছবি এই খেতাবের জন্য লড়ছে৷ এর মধ্যে দুটো ছবি বেশ আলোচিত৷ তবে মজার ব্যাপার হচ্ছে সেগুলো নির্মাণে খরচ হয়েছে খুবই কম টাকা৷ ফলে প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা দেখা গেছে ছবিগুলোতে৷
চলচ্চিত্র দুটির মধ্যে একটি নির্মাণ করেছেন দক্ষিণ কোরিয়ার পরিচালক লি ডনকু৷ তাঁর ছবির নাম ‘ফ্যাটাল'৷ এটি বানাতে খরচ হয়েছে মাত্র তিন হাজার ডলার৷ আর অন্য ছবিটি তৈরি করেছেন থাইল্যান্ডের পরিচালক নায়াপল থামরংরাত্তানারিত৷ মাত্র ২০ হাজার ডলার ব্যয়ে তিনি তাঁর ‘৩৬' নামের ছবিটি নির্মাণ করেছেন৷
কম বাজেটের ছবি এবার বেশ আলোচিত হওয়া প্রসঙ্গে পুসান উৎসবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, এ ধরণের ছবি নির্মাণ প্রমাণ করে যে, ঐসব পরিচালকদের চলচ্চিত্রের প্রতি দারুণ আগ্রহ রয়েছে৷ তাই আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা সেগুলো নির্মাণ করেছে৷
নিউ কারেন্টেস অ্যাওয়ার্ড শেষ পর্যন্ত কোন দুটি ছবি পেল তা জানা যাবে উৎসবের শেষ দিন শনিবার৷ সে দিনই উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি ‘টেলিভিশন'৷
নিউ কারেন্টস পুরস্কারের জন্য মনোনীত অন্য ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে এক ইরাকি দম্পতির নির্মাণ করা ছবি ‘১১১ গার্লস'৷ সরকার যদি তাদের জন্য জীবনসঙ্গী খুঁজে না দেয় তাহলে একদল কুর্দি নারীর দেয়া গণ আত্মহত্যার হুমকি নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি৷
১৯৯৮ সালে পুসান উৎসবে নিউ কারেন্টস অ্যাওয়ার্ড পাওয়া পরিচালক জিয়া ঝ্যাঙ্কে ২০০৬ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণ সিংহ' জিতেছিল৷
জেডএইচ/ডিজি (এএফপি)