1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিছিয়ে বাংলাদেশ

১৩ আগস্ট ২০১২

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ৷ সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ‘ইকোনমিস্ট’এর গবেষণা শাখা ‘ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট’ ইআইইউ এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে৷

https://p.dw.com/p/15oOM
ছবি: DW

এ প্রসঙ্গে প্রখ্যাত কৃষি অর্থনীতিবিদ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, তিনটি বিষয় বিবেচনা করে খাদ্য নিরাপত্তার সূচক নির্ধারণ করা হয়৷ এক. জনগণের যতটুকু খাদ্য প্রয়োজন বাজারে সেটা আছে কীনা৷ দুই. লোকজনের ক্রয়ক্ষমতা থাকা৷ আর তিন. জনগণ সুষম পুষ্টি পাচ্ছে কীনা৷

মাহবুব হোসেন বলেন, প্রথম যে সূচক অর্থাৎ খাদ্যের সংগ্রহ পর্যাপ্ত রয়েছে কীনা সে বিষয়ে বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে৷ আর দ্বিতীয় যে বিষয় লোকজনের ক্রয়ক্ষমতা সেটাতেও বাংলাদেশ ভাল করছে৷ কেননা মানুষের আয় বাড়ছে৷ আর যারা দরিদ্র তারা ক্ষুদ্রঋণ সহ অন্যান্য উপায়ে আয় বাড়াচ্ছে৷ এছাড়া অতি দরিদ্রের জন্য সরকারের নানান প্রকল্প রয়েছে৷

শুধুমাত্র পুষ্টির দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে বলে মনে করেন এই প্রখ্যাত কৃষি অর্থনীতিবিদ৷ এ কারণে খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান অনেক নীচে নেমে গেছে৷ মাহবুব হোসেন বলেন, বাংলাদেশে চালের উৎপাদন বাড়লেও পুষ্টিকর খাবার যেমন শাকসবজি, ফলমূল ইত্যাদির পরিমাণ কম৷ এক্ষেত্রে অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে৷ যেমন ভারত, পাকিস্তানের গরিব লোকেদের মধ্যেও দুধ, সাকসবজি খাওয়ার প্রবণতা আমাদের চেয়ে ভাল৷

ইআইইউ'এর প্রতিবেদনে আরেকটা বিষয় বিবেচনা করা হয় বলে জানান মাহবুব হোসেন৷ সেটা হচ্ছে খাদ্য নীতির ধারাবাহিকতা বজায়৷ এক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান ভাল নয় বলে মনে করেন ব্র্যাকের এই কর্মকর্তা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য